ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যাচ মিসের মহড়া, তবে...

প্রকাশিত: ০৬:২৩, ২৫ মে ২০১৭

ক্যাচ মিসের মহড়া, তবে...

স্পোর্টস রিপোর্টার ॥ রানের খাতা খোলার আগেই নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম সাজঘরে ফিরতে পারতেন। কিন্তু মাশরাফির করা ম্যাচের তৃতীয় বলেই স্কয়ার লেগে লাথামের ক্যাচটি ছেড়ে দেন নাসির হোসেন। সাত মাস পর আবার ওয়ানডে খেলার সুযোগ পেয়ে শুরুতেই নাসির এমন কা- ঘটান। সেই নাসিরই লাথামকে বোল্ড করেন। কিন্তু ততক্ষণে লাথামের ব্যক্তিগত স্কোরবোর্ডে ৮৪ রান যোগ হয়ে যায়। লাথামের আগে নেইল ব্রুমকেও আউট করে দেন। নাসির কাজের কাজ করে দেন। এ কাজটিই ক্যাচ ছাড়ার দুঃখ ভুলিয়ে দেয়। শেষ পর্যন্ত নাসিরের এ ঝলকে বাংলাদেশ বোলাররাও যেন উজ্জীবিত হয়ে ওঠে। দুর্দান্ত বোলিংও করেন বোলাররা। নিউজিল্যান্ডের রানের লাগামও টানেন। শেষে গিয়ে মাহমুদুল্লাহও একটি ক্যাচ মিস করেন। একটা সময়তো মনে হয়েছিল তিন শ’ রান অনায়াসেই করবে নিউজিল্যান্ড। শুরুতেই লুক রনকিকে আউট করে দেন মুস্তাফিজুর রহমান। মনে হয়েছিল উইকেট পড়া বোধহয় শুরু হলো। কিন্তু এরপর আর যেন উইকেটই পড়তে চায় না। লাথাম ও ব্রুম মিলে দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়তে থাকেন। তখন মনে হয়েছে তিন শ’ রান করবে নিউজিল্যান্ড। ১৩৩ রানের জুটি গড়েই যখন ব্রুম (৬৩) আউট হয়ে যান, নাসিরের বলে মাশরাফি ক্যাচটি ধরেন তখন থেকেই যেন নিউজিল্যান্ডকে চেপে ধরা শুরু হয়ে যায়। ১৬৭ রানে গিয়ে লাথামও নাসিরের শিকারে পরিণত হন। নাসির যেন বাংলাদেশ দলকে নতুন প্রাণ এনে দেন। চতুর্থ উইকেটে গিয়ে রস টেইলর ও কোরি এ্যান্ডারসন মিলে বড় জুটি গড়ার ইঙ্গিত দেন। এবার সাকিব আল হাসান তার ঘূর্ণিতে কাবু করেন এ্যান্ডারসনকে (২৪)। এরপর ১৮ রানের মধ্যে আরও তিনটি উইকেট পড়ে নিউজিল্যান্ডের। জেমস নিশাম ও কলিন মুনরোকে মাশরাফি এবং মিচেল স্যান্টনারকে সাকিব সাজঘরে ফেরান। তখন বোঝা যায়, তিন শ’ রান কোনভাবেই করতে পারবে না কিউইরা। কিন্তু যত কম রানে বেঁধে রাখা যায়, ততই ভাল। সেটি ২৫০-২৬০ হলেতো আরও ভাল। অভিজ্ঞ টেইলর উইকেটে থাকাতেই যা রান বাড়ার সম্ভাবনা থাকে। শেষ পর্যন্ত তাই হয়। টেইলরের অপরাজিত ৬০ রানে ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৭০ রান করে নিউজিল্যান্ড। বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটি হয় ২৪ মে। এ তারিখটি বাংলাদেশের ক্রিকেটে উজ্জ্বল হয়ে আছে। ১৯৯৯ সালের ২৪ মে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় বাংলাদেশ। এটি বৈশ্বিক কোন টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম জয়ও। বাংলাদেশ ক্রিকেটে এক স্মরণীয় অধ্যায়ও। এবার এই দিনটিতে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিউইদের হারাতে চেষ্টার কোন কমতি নেই বাংলাদেশ ক্রিকেটারদের। ম্যাচটি জিতলে যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাসী হতে পারবেন ক্রিকেটাররা। তাইতো মাশরাফি বলেছেন, ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটা ম্যাচ জিততে পারলে অবশ্যই ভাল লাগবে। সবার আত্মবিশ্বাস ভাল থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুটি প্রস্তুতি ম্যাচ আছে। তবু এই ম্যাচটা ভালভাবে শেষ করতে পারলে জিতে যেতে পারলে মানসিকভাবে সবাই আরও এগিয়ে থাকবে।’ বোলিংটা দুর্দান্ত হয়েছে। আত্মবিশ্বাসও তাই যা মেলার মিলে গেছে। তবে ক্যাচ মিসের মহড়া ঠিকই বাংলাদেশকে ভুগিয়েছে।
×