ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন্স ট্রফির অপেক্ষায় রোমাঞ্চিত মরগান

প্রকাশিত: ০৬:২৩, ২৫ মে ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফির অপেক্ষায় রোমাঞ্চিত মরগান

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে শক্তিধর দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ানডে সিরিজ খেলছে ইংল্যান্ড। যেটিকে আইসিসির দ্বিতীয় বৃহত্তর ওয়ানডে টুর্নামেন্টের জন্য প্রস্তুতির সুযোগ বললেও দলের তারকা ক্রিকেটারদের সদ্য সমাপ্ত আইপিএল অভিজ্ঞতাকে আরও বড় করে দেখছেন ইয়ন মরগান। রঙিন পোশাকের ইংলিশ অধিনায়ক বলেন, ‘বেন স্টোকস, জস বাটলার ও ক্রিস ওকস আমাদের সেরা তিন ম্যাচ উইনার। প্রত্যেকে এবারের আইপিএলে দারুণ পারফর্ম করে এসেছে। এটি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিবাচক প্রভাব রাখবে। তার আগে শক্তিশালী প্রোটিয়াদের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে নিজেদের আরও ভাল মতো ঝালিয়ে নেয়ার সুযোগ থাকছে। সব মিলিয়ে আগামী কয়েক সপ্তাহ নিয়ে আমি বেশ রোমাঞ্চিত।’ এবারের আইপিএলে ইংল্যান্ড দলের তিন ক্রিকেটার বেশ নজর কেড়েছেন। আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ১.৭ মিলিয়ন ডলারে তাকে দলে ভিড়িয়েছিল পুনে সুপারজায়ান্ট। চ্যাম্পিয়ন মুম্বাইয়ের হয়ে খেলেছেন জস বাটলার। আর ক্রিস ওকস খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তাঁদের তিনজনের সম্মিলিত অভিজ্ঞতা দলের জন্য দারুণ কার্যকর হবে বলে মনে করেন মরগান। তিন আইপিএল ফেরত ক্রিকেটারের কারণে গোটা দল অনুপ্রাণিত বলে মনে করেন তিনি। এবারের আসরের সবচেয়ে দামি বিদেশী খেলোয়াড় স্টোকসের পারফর্মেন্স মনে রাখার মতো। সব ম্যাচে খেলতে পারেননি। এরপরও ১৪২.৯৮ স্ট্রাইক রেটে ১ সেঞ্চুরিসহ করেছেন ৩১৬ রান, আর ৭.১৮ ইকোনমি রেটে ঝুলিতে পুরেছেন ১২ উইকেট। উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার তার দল মুম্বাইর হয়ে ২৭২ রান করেছেন। তার এই রান মুম্বাইকে টুর্নামেন্টের ফাইনালে উঠতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। স্টোকস-বাটলার দু’জনের দলই ফাইনাল খেলে কিন্তু জাতীয় দলের ওয়ানডে সিরিজ থাকায় তাদের আগেই দেশে ফিরতে হয়েছিল। আরেক খেলোয়াড় ক্রিস ওকসের দল কলকাতা ফাইনালে না যেতে পারলেও কোয়ালিফায়ার পর্যন্ত দারুণ খেলেছিল। আর তাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওকসের। ১৩ ম্যাচ খেলে ২২.৭ গড়ে ১৭ উইকেট নিয়েছেন এই ইংলিশ বোলার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইপিএলে তিন তারকার পারফর্মেন্স নিয়ে উচ্ছ্বসিত মরগান। ১ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ। ‘এ’ গ্রুপের অপর দুই দল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে স্বাগতিকদের বাকি দুই ম্যাচ ৬ ও ১০ জুন। ১৯৯৮ থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির এটি অষ্টম আসর। দুইবার ফাইনালে (২০০৪, ২০১৩) খেললেও কুলিন ইংলিশদের এখনও পর্যন্ত শিরোপা জেতা হয়নি। পাওয়ার ক্রিকেটের ধারণায় মরগানের নেতৃত্বে বদলে যাওয়া দলটির সামনে এবার ভাল সুযোগ রয়েছে। শেখ রাসেল জাতীয় উশু স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার বিকেল ৫টায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শেষ হচ্ছে তিনদিনব্যাপী শেখ রাসেল জাতীয় উশু চ্যাম্পিয়নশিপের খেলা। এবারের আসরে ৮টি সার্ভিসেস টিম ও ২৮টি জেলা ক্রীড়া সংস্থাসহ ৩৫টি উশু দলের প্রায় ৩৫০ প্রতিযোগী অংশ নিচ্ছে। বৃহস্পতিবার তাউলু ইভেন্টে যশোর জেলা ক্রীড়া সংস্থা ২ স্বর্ণ ও ১ রৌপ্য, বিজেএমসি ১ স্বর্ণ ও ১ রৌপ্য, বিকেএসপি ১ স্বর্ণ, বাংলাদেশ সেনাবাহিনী ২ রৌপ্য ও ২ তাম্র এবং বাংলাদেশ আনসার ২ তাম্রপদক লাভ করে।
×