ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেমন হবে ফ্রেঞ্চ ওপেন?

প্রকাশিত: ০৬:২৩, ২৫ মে ২০১৭

কেমন হবে ফ্রেঞ্চ ওপেন?

স্পোর্টস রিপোর্টার ॥ টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার, সেরেনা উইলিয়ামস এবং মারিয়া শারাপোভা। মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনে এবার খেলছেন না তাদের কেউ। তবে টেনিসের এই তিন তারকাকে ছাড়া ২০১৭ সালের ফ্রেঞ্চ ওপেনের রং একটুও বিলিন হবে না। হ্যাঁ, আয়োজকরা ঠিক এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন। এ সম্পর্কে ফ্রেঞ্চ টেনিস ঐতিহাসিক জিন-ক্রিস্টোফার পিফু বলেন, ‘এই তিন তারকার অনুপস্থিতি টুর্নামেন্টকে মোটেই দুর্বল করবে না। কারণ রোলাঁ গ্যারো সবসময়ের মতোই একটি প্রতিষ্ঠান হিসেবে সকলের মাঝেই উজ্জ্বল থাকবে। গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে তার স্বমহিমায় টেনিস ইতিহাসে জায়গা করে নিয়েছে। নিজস্ব স্বকীয়তায় এর বিশেষত্ব সবসময়ই বজায় থাকে।’ আগামী রবিবার থেকে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় মেজর টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। কিন্তু ইতোমধ্যেই প্যারিসের এই টুর্নামেন্টে না খেলার কথা জানিয়ে দিয়েছেন রজার ফেদেরার। যদিওবা চোট কাটিয়ে কোর্টে ফিরে অস্ট্রেলিয়ান ওপেন জিতে মৌসুমের সূচনাটা দুর্দান্তভাবেই করেছিলেন সুইজারল্যান্ডের এই টেনিস তারকা। তবে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকার অনুপস্থিতিতে এই বছর সব আকর্ষণই থাকবে মূলত ক্লে-কোর্টের রাজা হিসেবে খ্যাত রাফায়েল নাদালের দিকে। ১০ম মন্টে কার্লো ও ১০ম বার্সিলোনার শিরোপা নিজের শোকেসে তোলার পর স্প্যানিশ এই টেনিস তারকার সামনে এখন ১০ম রোলাঁ গ্যারোর শিরোপা জয়ের চ্যালেঞ্জ। ৩০ বছর বয়সী নাদাল এর আগে ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১৫ সালে নোভাক জোকোভিচের কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়ে বিদায় নেয়ার মাধ্যমে নাদালের ৩৯তম কে-কোর্ট ম্যাচ জয়ের রেকর্ড ভঙ্গ হয়েছিল। গত বছর তিনি মাত্র দুই রাউন্ড খেলতে পেরেছিলেন। তারপরই কব্জির ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন তিনি। কিন্তু ২০১৭ সালে তিনি যেন নতুনভাবে নিজেকে ফিরে পেয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেন ও মিয়ামি ওপেনের ফাইনালে পৌঁছানোর পর মাদ্রিদে রেকর্ড ৩০তম মাস্টার্স শিরোপা দখল করেন। তবে সর্বশেষ রোম মাস্টার্সে তাকে থামিয়ে দেন জার্মানির অখ্যাত খেলোয়াড় আলেক্সান্ডার জেভরেভ। এদিকে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ ২০১৬ সালে ক্যারিয়ারের প্রথমবার ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হন। সেইসঙ্গে সবগুলো মেজর টুর্নামেন্ট জয়েরও কৃতিত্ব দেখান তিনি। কিন্তু তারপর থেকেই যেন নিজেকে ধরে রাখতে ব্যর্থ হয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই শীর্ষ তারকা। গত সপ্তাহে রোম মাস্টার্সের ফাইনালে পৌঁছালেও শিরোপা জয় করতে পারেননি তিনি। এরপরই ফ্রেঞ্চ ওপেনে নতুন কোচ হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক তারকা আন্দ্রে আগাসির নিয়োগ নিশ্চিত করেন তিনি। চলতি মাসের শুরুতেই দীর্ঘদিনের কোচ মারিয়ান ভাজদার সাথে সম্পর্ক শেষ করে ফেলেন। এছাড়া গত বছর বরিস বেকারের সঙ্গে তিন বছরের সম্পর্কও শেষের ঘোষণা দিয়েছিলেন নোভাক জোকোভিচ। এদিকে মহিলা এককে আমেরিকান তারকা সেরেনা উইলিয়ামস (২০১৩ ও ২০১৫), মারিয়া শারাপোভা (২০১২ ও ২০১৪), লি না (২০১১) ও ফ্রান্সেসকা শিয়াভোনের (২০১০) অনুপস্থিতিতে নতুন চ্যাম্পিয়নের খোঁজেই থাকবে রোলাঁ গারো। বর্তমান চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজা রোম মাস্টার্সে ইনজুরিতে পড়েছিলেন। চলতি বছর ক্লে-কোর্টে মাত্র দুটি ম্যাচ জিতেছেন তিনি। বর্তমান বিশে^র এক নম্বর খেলোয়াড় এ্যাঞ্জেলিক কারবার ২০১২ সালে কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন যা এখন পর্যন্ত তার সেরা পারফর্মেন্স। এবারের কে-কোর্ট মৌসুমে তিনি রোমে প্রথম রাউন্ডেই পরাজিত হয়েছেন। মাদ্রিদে দুই ম্যাচ পরেই পিঠের ইনজুরিতে আক্রান্ত হন।
×