ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টরেন্টোতে খেলার আমন্ত্রণ শারাপোভার

প্রকাশিত: ০৬:২২, ২৫ মে ২০১৭

টরেন্টোতে খেলার আমন্ত্রণ শারাপোভার

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একটি সুখবর পেলেন মারিয়া শারাপোভা। ডব্লিউটিএ টরেন্টো টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেলেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। মঙ্গলবার শারাপোভাকে ওয়াইল্ড কার্ড প্রদানের ঘোষণা দেন আয়োজক কর্তৃপক্ষ। তাতে দারুণ রোমাঞ্চিত বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। আগামী ৭ আগস্ট থেকে শুরু হবে টরেন্টো টুর্নামেন্ট বা রজার্স কাপ। যা চলবে ১৩ আগস্ট পর্যন্ত। সে মাসের শেষ সপ্তাহেই শুরু হবে মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেন। যে কারণেই হার্ড-কোর্টের শেষ প্রস্তুতি মঞ্চ হিসেবেই বিবেচনা করা হয় রজার্স কাপকে। আর এই টুর্নামেন্টের ওয়াইল্ড কার্ড পেয়ে শারাপোভার উচ্ছ্বাস যেন বেড়ে গেছে বহুগুণে। কানাডার এই টুর্নামেন্টে মাশার সর্বোচ্চ ফল ফাইনাল। ২০০৯ সালে এই ইভেন্টের ফাইনালের টিকেট কেটেছিলেন তিনি। তবে রজার্স কাপে ২০১৪ সালের পর আর খেলা হয়নি তার। যে কারণেই এবার টরেন্টোতে খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। এ বিষয়ে পাঁচটি গ্র্যান্ডসøামের মালিক শারাপোভা নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘সত্যিই আমি কানাডায় ফিরে আসার জন্য উন্মুখ হয়ে রয়েছি। কারণ অতীতে টরেন্টোতে খেলার দারুণ কিছু স্মৃতি রয়েছে আমার। তাছাড়া সেখানকার সমর্থকরা দারুণ সহযোগী মানসিকতার অধিকারী। এটা বছরের সেরা টুর্নামেন্টগুলোর একটি। তাই আশা করব আমার সেরাটাই ঢেলে দিতে।’ শারাপোভাকে ওয়াইল্ড কার্ড প্রদান করে আয়োজক কর্তৃপক্ষও দারুণ সন্তুষ্ট। এ বিষয়ে টুর্নামেন্টের ডিরেক্টর কার্ল হেল বলেন, ‘শারাপোভা গ্র্যান্ডসøাম চ্যাম্পিয়ন। ভক্তদের প্রিয় একজন খেলোয়াড়। সে ইতোমধ্যেই তার নিষেধাজ্ঞা কাটিয়ে এসেছে। তাই এটা নিশ্চিত করেই বলতে পারি যে, এখানে খেলতে পারার আনন্দে সে নিঃসন্দেহেই উচ্ছ্বসিত।’ টেনিস বিশ্বে যে ক’জন প্রমীলা খেলোয়াড় রয়েছেন মারিয়া শারাপোভা তাদের মধ্যে অন্যতম। কিন্তু গত বছরের শুরুতেই গোটা বিশ্বকে অবাক করে ডোপ টেস্টে পজিটিভ হন তিনি। প্রথমদিকে তার মেয়াদ দুই বছর করা হলেও পরবর্তীতে ৯ মাস কমিয়ে আনা হয়। দীর্ঘ ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে গত এপ্রিলেই কোর্টে ফিরেন শারাপোভা। স্টুটগার্ট ওপেনে ফিরেই সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। এরপর মাদ্রিদ এবং ইতালিয়ান ওপেনেও খেলার আমন্ত্রণ পান শারাপোভা। কিন্তু নিজেকে মেলে ধরতে পারেননি ৩০ বছর বয়সী এই টেনিস তারকা। যে কারণে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনেও খেলার সুযোগ পাচ্ছেন না শারাপোভা। যা আগামী ২৮ মে থেকে শুরু হতে যাচ্ছে। তবে প্যারিসের এই টুর্নামেন্টে খেলার জন্য সবধরনের চেষ্টাই করেছেন তিনি। কিন্তু শারাপোভা কোর্টে ফিরলে দুইভাগে বিভক্ত হয়ে পড়ে টেনিস বিশ্ব। অনেকে তার পক্ষে দাঁড়ালেও বেশিরভাগ খেলোয়াড়ই মাশার কড়া সমালোচনা করেন। তাই শারাপোভাকে ওয়াইল্ড কার্ড দিতে অস্বীকৃতি জানায় ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন। রোলাঁ গ্যারোয় খেলতে না পারলেও শারাপোভার লক্ষ্য এখন মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বলডনে খেলার। ২০০৪ সালে উইম্বলডনের শিরোপা উঁচিয়ে ধরার অভিজ্ঞতাও রয়েছে রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্লের। প্রিয় কোর্টে আবারও কী নিজেকে মেলে ধরতে পারবেন বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৭৩তম স্থানে থাকা শারাপোভা? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×