ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫৯, ২৫ মে ২০১৭

টুকরো খবর

জীবিতকে মৃত দেখিয়ে জমি দখলের অভিযোগ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাাদরীপুর, ২৪ মে ॥ কালকিনিতে মনমোহন দে নামের এক জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে প্রায় কোটি টাকা মূল্যের সম্পত্তি দখলে নিয়েছে দীলিপ দে নামে এক প্রভাবশালী। এ জমি দখলের ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষের মাঝে চ্যাঞ্চলের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বুধবার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার ডাসার এলাকার দর্শনা গ্রামের মনমোহন দের পশ্চিম দর্শনা মৌজার ১৬৭ দাগের ২৫ শতাংশ, ২৩০ দাগের ৩০ শতাংশ ও ২৯০ দাগের ৪৫ শতাংশসহ কয়েকটি দাগের প্রায় ৭ একর সম্পত্তি রয়েছে। এই জমি থেকে একই এলাকার লক্ষণ চন্দ্র সোমের ছেলে মানিক সোমের কাছে কিছু জমি বিক্রি করেন মনমোহন দে। এ ক্রয়কৃত সম্পত্তিতে মানিক সোম দখলে যেতে চাইলে তাকে বাঁধা প্রদান করেন এবং তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন দীলিপ দে। এরপর মনমোহন দে ভারত থাকার সুযোগে একই এলাকার মদনমোহনদের ছেলে দীলিপ দে তাকে মৃত দেখিয়ে ওই জমি দখলে নিয়েছেন। এতে করে দারুণ বিপাকে পড়েছেন ক্রয়কৃত মালিকরা এবং মনমোহনসহ তার পরিবার। সম্প্রতি এ ঘটনার জের ধরে মনমোহনের ছেলে অসীম কুমার দে ভারত থেকে দেশে ফিরে আসেন। দেশে আসার পরে তিনি ডাসার থানা পুলিশের কাছে জবানবন্দী দিয়ে জানান, তার বাবা এখন পর্যন্ত জীবিত রয়েছে। ২শ’ মায়ের পা ধোয়ালো শিক্ষার্থীরা স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বুধবার বেলা ১১টায় পাকশী রেলওয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ে ২শ’ মায়ের পা ধোয়ানো অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেলওয়ে পাকশী বিভাগীয় অফিসের ব্যবস্থাপনায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেনÑ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ। রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেনÑ বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়া, ডিএমই হাসানুজ্জামান, কমান্ডেন্ট আসাবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম রশিদ উল্লাহ প্রমুখ। বিদ্যুতস্পৃষ্টে ইমামের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৪ মে ॥ বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাওলানা জামিল আহমেদ (২৫) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। তিনি শহরের আলোর মেলাস্থ মসজিদে উসমানের ইমাম। বুধবার দুপুরে মসজিদের নির্মাণ কাজে দেয়ালে পানি দেয়ার সময় রাস্তায় জমে থাকা পানি অপসারণ করতে গিয়ে তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। মাছের সঙ্গে শত্রুতা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী উপজেলার উত্তর সাকোকাঠী গ্রামে মঙ্গলবার গভীর রাতে মজনু মোল্লার পুকুরে বিষপ্রয়োগ করে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা। এতে প্রায় অর্ধলাখ টাকার মাছ মরে ভেসে উঠে। এ ঘটনায় বুধবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। জানা গেছে, বিভিন্ন এনজিও থেকে ঋণ উত্তোলন করে সম্প্রতি সাকোকাঠী গ্রামের একটি পুকুরে মাছ চাষ করেন মজনু মোল্লা। মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা পুকুরে বিষপ্রয়োগ করে। এতে পুকুরের প্রায় অর্ধলাখ টাকার মাছ মরে ভেসে ওঠে। মেরিন ড্রাইভ সড়কে ডাকাতি স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার উপকূলীয় এলাকা মনখালী মেরিন ড্রাইভ সড়কে ব্যারিকেড বসিয়ে লুটতরাজ চালিয়েছে ডাকাতদল। মঙ্গলবার রাতে ছেপটখালী ব্রিজের দক্ষিণে এ ঘটনা ঘটে। ডাকাতির কবলে পড়া ছৈয়দ আলম ও আলমগীর জানান, দুইজন মোটরসাইকেল নিয়ে শামলাপুর বাজার থেকে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছে দেখি, লম্বা রশি দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ডাকাতরা। পরে তারা বেদম মারধর ও ১২ হাজার ৭০০ টাকা কেড়ে নেয়। এছাড়া ডাকাতরা আরও দুটি মোটরসাইকেল গতিরোধ করে সবকিছু কেড়ে নিয়েছে। কচুয়া নিজস্ব সংবাদদাতা কচুয়া, চাঁদপুর থেকে জানান, উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া প্রধানিয়া বাড়িতে মঙ্গলবার গভীর রাতে ডাকাতি হয়েছে। জানা গেছে রাতে মুখোশ পরিহিত ১০-১২ জনের সশস্ত্র ডাকাত বিলের মধ্যে ওই বাড়ির সাদেক মাস্টারের বাড়ির মেইন গেট ও ভেতরের দরজা ভেঙ্গে দালান বাড়িতে প্রবেশ করে লোকজনকে মেরে বেঁধে রাখে। এ সময় ডাকাতদল ৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও ৬টি মোবাইল সেট নিয়ে যায় । চবিতে ভর্তি পরীক্ষা দেয়া যাবে একবার চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে একবারের বেশি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫০৫তম সিন্ডিকেট সভায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। এর ফলে গত ২০১৬-১৭ শিক্ষবর্ষে যারা ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল তাদেরও আগামী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আর সুযোগ থাকছে না। এছাড়া ভর্তি পরীক্ষা প্রক্রিয়ায় সাক্ষাতকার পদ্ধতিও বাতিলের সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। সূত্র জানায়, আগামীবার থেকে ভর্তি পরীক্ষায় সাক্ষাতকার পদ্ধতি না রেখে অনলাইনেই ভর্তিচ্ছুদের বিষয় নির্বাচনের সুযোগ থাকবে। সেখান থেকেই মেধা তালিকার ক্রম অনুসারে ভর্তিচ্ছুদের বিষয় বরাদ্দ দেয়া হবে। এ বিষয়ে চবি ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন বলেন, ‘আগামী ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বারের ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করা হয়েছে। হামলার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৪ মে ॥ জেলার কেন্দুয়া উপজেলার জয়কা-সাতাশী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদসহ হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বুধবারও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন এবং বিক্ষোভ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বিদ্যালয়ের সামনের মাসকা-বালিজুড়া সড়কে বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে বুধবার বিকেলে এ ব্যাপারে কেন্দুয়া থানায় মামলা রজু করা হয়েছে। জানা গেছে, জয়কা গ্রামের মেহেদী হাসান নামে এক যুবক ওই বিদ্যালয়ের একটি মামলা নিষ্পত্তি করে দেয়ার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তপন চন্দ্র সরকার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মেহিদী হাসান তার প্রতি ক্ষিপ্ত হয়। সোমবার দুপুরে মেহেদী হাসান আরও দু-তিন সঙ্গীকে নিয়ে তপন চন্দ্র সরকারকে তার অফিস কক্ষে গিয়ে মারধর করে। আহত তপন চন্দ্র সরকার সোমবার রাতেই এ ব্যাপারে কেন্দুয়া থানায় অভিযোগ দায়ের করেন। দুলাভাইকে গণধোলাই স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে আট বছরের এক শিশুকে তার দুলাভাই ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম সুমন মিয়া। শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের রতন মিয়ার ছেলে সুমন রাজমিস্ত্রির কাজ করে। পুলিশ জানান, গাজীপুরে শ্রীপুরের মুলাইদ গ্রামের রাজ্জাক মুন্সির বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থেকে সুমন এলাকায় রাজমিস্ত্রির কাজ করত। কয়েকদিন আগে সুমনের আট বছর বয়সের শ্যালিকা বোনের বাসায় বেড়াতে আসে। মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া শেষে বোন ও দুলাভাইয়ের সঙ্গে শিশুটি একই ঘরে ঘুমিয়ে পড়ে। রাত দুটার দিকে সুমন ঘুমন্ত শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। এতে সে রক্তাক্ত হয়ে গুরুতর আহত হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এ সময় তারা ধর্ষক সুমনকে আটক করে গণধোলাই দেয়। ব্যবসায়ীকে কুপিয়ে জখম ॥ টাকা লুট নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৪ মে ॥ সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে তাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা ২৫ হাজার টাকা লুট করেছে তারা। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে চৌমুহনীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করান। মঙ্গলবার গভীর রাতে ইউনিয়নের মেড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতের শ্যালক রুবেল জানান, মঙ্গলবার রাতে আমিশাপাড়া বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তাজুল ইসলাম। রাত প্রায় ১টার দিকে বাড়ির কাছাকাছি এলে কয়েক দুর্বৃত্ত তাকে পেছন থেকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এর মধ্যে একজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেয়। কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৪ মে ॥ করিমগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ‘জমিয়ত আলী-সবুরন্নেসা পুরস্কার’ প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে জমিয়ত আলী স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে এবারের এসএসসি পরীক্ষায় ৩৭ কৃতী শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা ভূমি কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ, অধ্যক্ষ শামছুল আলম, অধ্যক্ষ শামছুল ইসলাম, নারীনেত্রী নাযমুন নাহার মলি, কবির উদ্দিন মিল্কি, ছড়াকার সালেহ আহমেদ, কবি বাসিরুল আমিন প্রমুখ। নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের (বিএসআরআই) বিভিন্ন পদে নিয়োগে অনিয়মের প্রতিবাদে এবং জেলা কোটা পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে নিয়োগবঞ্চিত প্রার্থীরা। বুধবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে ও স্টেশন রোডে এই মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন কামরুল হাসান, মিতুল মাহমুদ, হুমায়ুন কবির, সাঈদ হাসান, মোঃ আজাদ হোসেন, ওবায়দুর রহমান, রিমেল রহমান ও রুহুল আমিন । বক্তারা বলেন, বিএসআরআইর বিভিন্ন পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে। চূড়ান্ত নিয়োগের ফল প্রদানের আগে বার বার স্থগিত করা হয়েছে। তারা আরও বলেন, লিখিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ না করেও টাইপিস্ট পদে একজনের নাম নিয়োগের তালিকায় দেয়া হয়েছে। গবেষণা জার্নালের মোড়ক উন্মোচন নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৪ মে ॥ ‘জার্নাল অব নোয়াখালী সায়েন্স এ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি’ (জেএনএসটিইউ) নামে প্রথমবারের মতো নোবিপ্রবিতে গবেষণা জার্নালের মোড়ক উন্মোচন হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাজী মোঃ ইদ্রিস অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের উদ্যোগে সদ্য প্রকাশিত এ গবেষণা জার্নালের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ূন কবীর। বাউফলে ব্রিজ দেবে গেছে নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৪ মে ॥ কালাইয়া বন্দর ও বড় ডালিমা খালের ওপর নির্মিত আরসিসি গার্ডার ব্রিজটি দেবে গেছে। ১৯৯৫-৯৬ অর্থবছর ৮৫ লাখ টাকা ব্যয়ে ৬৩ মিটার দৈর্ঘ্য ও ৩.৭ মিটার প্রস্থ ব্রিজটি নির্মাণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধিনের ঠিকাদার এমএ বশার ডাবলু ব্রিজটি নির্মাণ করেন। বুধবার ব্রিজ দেবে যাওয়ার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। জানা গেছে, মোট ১৪টি পিলারের ওপর ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ব্রিজটির মাঝ অংশে পূর্ব পাশে প্রায় দুই ইঞ্চি পরিমাণ দেবে গেছে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, ওই সময় ঠিকাদার ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে ব্রিজটি নির্মাণ করেছেন। যার ফলে এ অবস্থা হয়েছে। ব্রিজটি দিয়ে কালাইয়া, নাজিরপুর ও কেশবপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। এ ব্যাপারে ওই দফতরের প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ফাউন্ডেশন ত্রুটির কারণে ব্রিজটি দেবে যেতে পারে। সিডিউল অনুযায়ী নির্মাণ কাজ হয়ে থাকলে আগামী ৫০ বছরের আগে ব্রিজটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়। সোনাদীঘি রক্ষার দাবি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগরীর ঐতিহ্যবাহী সোনাদীঘি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ। বুধবার সকালে নগরীর একটি রেস্তরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি শামসুদ্দিন এতে সভাপতিত্ব করেন। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। তিনি বলেন, সোনাদীঘি রাজশাহীর ইতিহাস ঐতিহ্যকে লালন করে। এখন এই দীঘিটি ভরাট করে একটি অংশে অবৈধভাবে নির্মিত হচ্ছে বহুতল ভবন। সোনাদীঘির চার পাশে চলছে দখলের হিড়িক। এসব বন্ধ করা না হলে রাজশাহীবাসীকে নিয়ে আন্দোলন জোরদার করা হবে। সংবাদ সম্মেলনে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের উপদেষ্টা মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের সভাপতি শফিকুর রহমান বাদশা, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান প্রমুখ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৪ মে ॥ বিশিষ্ট শিল্পপতি ও রোটারিয়ান আতাউর রহমান আখির বুধবার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের পাগলা বাজারে সাম্প্রতিক অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। তিনি প্রত্যেক পরিবারের হাতে ২০ কেজি চালের একটি করে বস্তা তুলে দেন। এ সময় প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ ও ডাঃ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক আটক নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৪ মে ॥ শ্রীপুর উপজেলার রাধানগর গ্রামে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আল আমীন এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মঙ্গলবার রাত ১০টার দিকে শ্রীপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শিক্ষক আল আমীন একই গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে। জানা গেছে, শ্রীপুর উপজেলার রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আল আমীনের কাছে উক্ত ছাত্রী পাইভেট পড়ত। মঙ্গলবার বিকেলে প্রাইভেট পড়ানোর সময় একা পেয়ে শিক্ষক আল আমীন তাকে ধর্ষণের চেষ্টা করে।
×