ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লা সিটি মেয়র সাক্কুর স্থায়ী জামিন লাভ

প্রকাশিত: ০৫:৫৮, ২৫ মে ২০১৭

কুমিল্লা সিটি মেয়র সাক্কুর স্থায়ী জামিন লাভ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৪ মে ॥ দুর্নীতি দমন কমিশনের দায়ের মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু স্থায়ী জামিন পেয়েছেন। বুধবার জামিনের মেয়াদ শেষ হওয়ায় আইনজীবীর মাধ্যমে তিনি স্থায়ী জামিনের আবেদন করেন। পরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা জামিন আবেদন মঞ্জুর করেন। জানা যায়, দলীয় প্রতীকে গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিকের নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোটের সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু মেয়র নির্বাচিত হন। গত ১৮ এপ্রিল তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। গত ৯ মে তিনি ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের জ্যেষ্ঠ ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল কবিরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বুধবার পর্যন্ত আদালত সাক্কুর জামিন মঞ্জুর করেন। এদিকে আদালতের আদেশ অনুযায়ী বুধবার মেয়র সাক্কু আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। আবেদনের শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন এবং একই সঙ্গে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১২ জুন পরবর্তী তারিখ ধার্য করেন। সাউথইস্ট ভার্সিটিতে নবীনবরণ সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে সামার সেমিস্টার ২০১৭-এর শিক্ষার্থীদের নবীনবরণ সোমবার বনানীর মূল ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্র্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোঃ মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বনানী বিদ্যানিকেতন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল এবিএম আসাদুজ্জামান, পিএসসি, বিআইআর (অব)। -বিজ্ঞপ্তি নর্দান ভার্সিটিতে গ্র্যাজুয়েশন সমাপনী অনুষ্ঠান নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ব্যবসায় ও বিজ্ঞান অনুষদের সম্মান ডিগ্রী সমাপনী উপলক্ষে গ্রাজুয়েশন সমাপনীর আয়োজন করা হয়। এ ইউনিভার্সিটি সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. একরাম আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি খুলনার উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি খুলনা ট্রাস্টের চেয়ারম্যান আনসার আলী, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল মকবুল ও বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. এম কায়কোবাদ। পরে কৃতী গ্রাজুয়েটদের মাঝে ডিনস এ্যাওয়ার্ড ও ডিনস লিস্ট এ্যাওয়ার্ড প্রদান করেন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। -বিজ্ঞপ্তি।
×