ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কুলছাত্রসহ নিহত ৯

প্রকাশিত: ০৫:৫৬, ২৫ মে ২০১৭

স্কুলছাত্রসহ নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় সোনারগাঁয়ে পোশাককর্মী, দামুড়হুদায় স্কুলছাত্র, রূপগঞ্জে ব্যবসায়ী, ভালুকায় ব্যবসায়ী ও শিশু, নওগাঁয় ভ্যানযাত্রী ও পিকআপ যাত্রী এবং কুমিল্লায় দুই পথচারী নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : নারায়ণগঞ্জ ॥ ঢাকা বাইপাস মহাসড়কের নারাণয়গঞ্জের সোনারগাঁ উপজেলার আমবাগ চৌরাস্তা এলাকায় বুধবার সকালে গার্মেন্টসের শ্রমিক নিয়ে যাত্রীবাহী অটোরিক্সাকে ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে রুমানা আক্তার (৩০) নামে গার্মেন্টস কর্মী নিহত ও অপর ২৫ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে ফকির ফ্যাশন নামের রফতানিমুখী গার্মেন্টস কারখানার ৪০ শ্রমিক নিয়ে নোয়াগাঁও ইউনিয়নের সেককান্দি এলাকা থেকে যাত্রীবাহী বাস আড়াইহাজার উপজেলার ফকির ফ্যাশনের উদ্দেশে যাচ্ছিল। জামপুর ইউনিয়নের আমবাগ চৌরাস্তা এলাকায় সিএনজি চালিত অটোরিক্সাকে ওভারটেক করার সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ^বর্তী খাদে পড়ে যায়। দামুড়হুদা, চুয়াডাঙ্গা ॥ দেউলী গ্রামে পাওয়ার ট্রিলারের ধাক্কায় সম্্রাট (১০) নামের স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত সম্্রাট দেউলী গ্রামের মহাসিন আলীর ছেলে ও দেউলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র। বুধবার সকাল ৯টার দিকে দেউলী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে দামুড়হুদার দশমীপাড়ার নেংটের ছেলে রিপন পাওয়ারটিলারে বালি নিয়ে পাটাচোরা গ্রামে যাচ্ছিল। পাওয়ারটিলারটি দেউলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় ৩য় শ্রেণীর ছাত্র সম্রাটকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিৎলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হুসনে আরা নারগিছ তাকে মৃত ঘোষণা করেন। রূপগঞ্জ ॥ দ্রুতগামী বাস চাপায় রমজান মিয়া (৪০) নামে ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার দুপুরে বরপা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নিয়ামতপুর এলাকার সামাদ মিয়ার ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকার সামজুজ্জামানের বাড়িতে বসবাস করে আসছিলেন। ভালুকা, ময়মনসিংহ ॥পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ দুজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঁঠালী ও জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ওই দুটি দুর্ঘটনা ঘটে। পুলিশ ও একাধিক সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকার যাত্রাবাড়ী থেকে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-১৭১৬) ক্রিকেট ব্যাট বোঝাই করে ত্রিশালের নজরুল জয়ন্তী মেলায় যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফোরলেন সড়কের ওপর উল্টে যায়। এ সময় ক্রিকেট ব্যাট ব্যবসায়ী ঢাকা যাত্রাবাড়ী কুতুবখালী এলাকার আব্দুল মতিনের ছেলে দেলোয়ার হোসেন (৬০) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় স্বপন, আনোয়ার ও সিরাজুল ইসলামসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে একই সড়কে জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঢাকাগামী ইসলাম পরিবহনের যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামের সাদিকুল ইসলাম ও সালমান নামে ৬ বছরের এক শিশু গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে শিশু সালমান মারা যায়। নওগাঁ ॥ মঙ্গলবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও চিকিৎসকসহ আরও ২জন আহত হয়েছে। দুর্ঘটনা দুটি ঘটে মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ের পার্শ¦বর্তী ধনজইল মোড় ও তের মাইল মোড়ে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নওহাটা মোড় বাজার থেকে একটি ভ্যানে চড়ে বাড়িতে যাচ্ছিলেন ফয়েজ উদ্দীন, ইদু হোসেন ও নওহাটা মোড় বাজারের হোমিও চিকিৎসক আইজুল ইসলাম। ধনজইল মোড়ে দ্রুতগামী ট্রাক ভ্যান গাড়িকে থাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ভ্যান থেকে ছিটকে পড়ে ফয়েজ উদ্দীন, ইদু হোসেন ও নওহাটা মোড় বাজারের হোমিও চিকিৎসক আইজুল ইসলাম গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আইজুল ও ইদুকে সেখানে চিকিৎসাধীন রাখা হলেও ফয়েজ উদ্দীনকে রাজশাহীতে রেফার্ড করেন চিকিৎসকরা। রাজশাহীতে নেয়ার পথে রাত ১১ টায় ফয়েজ উদ্দিন মারা যায়। হতাহত সকলের বাড়ি মহাদেবপুর উপজেলার বাগধানা (রসকোলা) গ্রামে। অপরদিকে একই দিন ও একই সময়ে তের মাইল নামক স্থানে সড়কের ধারে দাঁড় করে রাখা বিকল ট্রাক্টরের সঙ্গে নওগাঁগামী পিকআপ ধাক্কা লাগলে পিকআপের এক যাত্রী নিহত হয়েছে। কুমিল্লা ॥ কাভার্ডভ্যান চাপায় ২ পথচারী নিহত হয়েছে। বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুরাদনগরের ধরানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের ধরানীপাড়ায় চট্টগ্রামগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। নিহতরা হচ্ছে ধরানীপাড়া গ্রামের কবির হোসেন ও একই গ্রামের আকবর আলী। এ সময় আহত হয়েছে আরও তিন জন।
×