ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অসহায় শিক্ষার্থীর পাশে নারী সংগঠন

প্রকাশিত: ০৫:৫৫, ২৫ মে ২০১৭

অসহায় শিক্ষার্থীর পাশে নারী সংগঠন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৪ মে ॥ অসহায় নির্যাতিতা শিক্ষার্থী তামিমা পাশে সহায়তার জন্য এগিয়ে আসলেন কলাপাড়া মহিলা ক্লাব এবং নারী সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মহিলা ক্লাবের এবং ব্যক্তি তহবিল থেকে প্রতি ২২ হাজার পাঁচ শ’ টাকা হস্তান্তর করেন। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এ বি এম সাদিকুর রহমান এবং মহিলা ক্লাবের সভাপতি রোজিনা আখতার বানু এ সহায়তা তহবিল তামান্নার কাছে হস্তান্তর করেন। এ সময় মহিলাবিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক সুরাইয়া নাসরিন, নারী নেত্রী নমিতা দত্ত, কাউন্সিলর মনোয়ারা বেগম, শিক্ষক শায়লা পারভিন এবং তামান্নার মা আয়ফুল বেগম উপস্থিত ছিলেন। কলাপাড়ার খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মংগলসুখ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং মহিলা ক্লাবসহ নারী নেতৃবৃন্দ অসহায় নির্যাতিতা এ পরিবারকে আর্থিক সহায়তা করেন। উল্লেখ্য, অসুস্থ শয্যাশায়ী বাবার ঝাড়ফুক পানি পড়া দিয়ে চিকিৎসার নামে মেহেরপুর গ্রামের এ পরিবারের সবাইকে চেতনানাশক ওষুধ খাইয়ে ভ- ফকির নুরুজ্জামান অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তামিমার সর্বনাশ করে। বিএনপি নেতা খোকন কারাগারে নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ২৪ মে ॥ বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের আদালতে বুধবার ২০১৬ সালের একটি মামলায় নির্ধারিত হাজিরার তারিখে হাজির করা হয়। পরে তার জামিনের আবেদন করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। উল্লেখ্য, ২০১৬ সালে ২৬ মার্চে বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া ঘটনায় নরসিংদী সদর থানার অপর একটি মামলায় তাকে শোন এরেস্ট দেখানো হয়েছে।
×