ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জঙ্গী নির্মূলে আলোকিত মানুষ হতে হবে ॥ সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৫, ২৫ মে ২০১৭

জঙ্গী নির্মূলে আলোকিত মানুষ হতে হবে ॥ সংস্কৃতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জঙ্গী, সন্ত্রাসবাদ, মাদক চিরতরে নির্মূল করতে আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন শুধু পাঠ্যপুস্তকে নিজেদের সীমাবদ্ধ রাখা যাবে না। আমি সবাইকে পড়তে বলব সেটা শুধু ক্লাসের বই না। রবীন্দ্রনাথ, নজরুল, আর্মস্টাইন কোন পাস করে নাই। কিন্তু তারা অনেক পড়েছে, অনেক জ্ঞান আহরণ করেছে। আমরা তাদের লেখা পড়ছি, তাদের নিয়ে গবেষণা করছি। তাদের কথা মাথায় রেখে সংস্কৃতিচর্চাও অক্ষুণœ রাখতে হবে। শিক্ষার্থীরা এসব বিষয় নিজের মেধায় লাগাতে পারলে খুব সহজেই একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। বুধবার বেলা ১২টায় নীলফামারী সরকারী কলেজ চত্বরে কলেজের অনার্স প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে নুর আরও বলেন নানা বাধা উপেক্ষা করে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন। আরও বক্তব্য রাখেনÑ পুলিশ সুপার জাকির হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ প্রমুখ। ঝালকাঠিতে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৪ মে ॥ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রাজাপুর উপজেলার দক্ষিণ তাড়াবুনিয়া গ্রামের আব্দুর রব হাওলাদার হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- প্রদান করেছে। বুধবার বিচারক বজলুর রহমান আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে দক্ষিণ তাড়াবুনিয়া গ্রামের সুলতান হাওলাদারের পুত্র শহীদ হাওলাদার ও একই গ্রামের রাখাল কাপালির ছেলে পরেশ কাপালি এবং উত্তর তারাবুনিয়া গ্রামের মৃত আবুল কাশেম মুন্সির ছেলে ছাইদুর রহমান ওরফে দুলাল ও নাজিমুর ওরফে মন্টু মুন্সি। নাজিমুর ওরফে মন্টু মুন্সি পলাতক রয়েছে। ২০১০ সালে এই হত্যাকা- ঘটেছে।
×