ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উখিয়া রাজাপালং ইউপির বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৫:৫২, ২৫ মে ২০১৭

উখিয়া রাজাপালং ইউপির বাজেট ঘোষণা

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২০১৭/১৮ অর্থবছরের জন্য ১ কোটি ১০ লাখ ৬৬ হাজার ৪০৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাজাপালং ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, এর আগে ২০১৬/১৭ অর্থবছরে বাজেটের পরিমাণ ছিল ১ কোটি ৬ হাজার ৩শ’ টাকা। এলাকার কৃষি সেচ, শিল্প, কুটির শিল্প, শিক্ষা স্বাস্থ্যর খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেয়া হয়েছে যোগাযোগ খাতে ৪৭ লাখ ৫০ হাজার টাকা। পানি সরবরাহ দুর্যোগ ব্যবস্থাপনা, আর্থ-সামাজিক উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন উখিয়া সদর এলাকায় পাবলিক টয়লেট স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার আরও উন্নয়ন করার পাশাপাশি গ্রামের সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। -স্টাফ রিপোর্টার, কক্সবাজার লৌহজংয়ে কনকসার ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ সালের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ সচিব মোঃ শফিকুল ইসলাম। ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় কনকসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার মুন্সীগঞ্জ আবু সালেহ মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনির হোসেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বেপারি, ডিস্ট্রিক ফ্যাসিলেটর মুন্সীগঞ্জ মোঃ মোবাশ্বের খন্দকার, বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল। বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ জিল্লুর রহমান মিঠু, আব্দুল কুদ্দুস প্রমুখ। সভায় ২০১৭- ২০১৮ অর্থবছরের ৯৯ লাখ ৩ হাজার ৬শ’ ৬৩ টাকা বাজেট ঘোষণা করা হয়। -স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ
×