ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাজেটে সিগারেটের কর কমানো হচ্ছে

প্রকাশিত: ০৫:৫১, ২৫ মে ২০১৭

বাজেটে সিগারেটের কর কমানো হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আসন্ন বাজেটে সিগারেটের কর কমানোর পদক্ষেপে হতাশ তামাকবিরোধীরা। এমনকি অধূমপায়ীরা বলছে, এনবিআর যে নিয়ম কর ধার্য করতে যাচ্ছে তাতে সিগারেট আরও সহজলভ্য হয়ে পড়বে। ইতোমধ্যে বাজেটে উচ্চ ও প্রিমিয়াম স্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন (গুল, জর্দা) তামাকে কর (সম্পূরক শুল্ক) না বাড়ানোর প্রস্তাব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ প্রস্তাব চরম জনস্বাস্থ্যবিরোধী। সরকারী তথ্যমতে, গত বছরের তুলনায় চলতি বছরে জনগণের মাথাপিছু আয় বেড়েছে ৯ দশমিক ২৭ শতাংশ। এ অবস্থায় তামাক পণ্যের মূল্য অপরিবর্তিত রাখার অর্থ ভোক্তার কাছে এগুলো আরও সহজলভ্য হয়ে যাবে। অধিকন্তু ভ্যাটের হার কমিয়ে ১২-১৩ শতাংশ করা হলে এসব তামাক পণ্য আরও বেশি সস্তা হয়ে পড়বে। একই সঙ্গে প্রস্তাবনায় সিগারেটে করারোপের ক্ষেত্রে মূল্যস্তরের সংখ্যা কমিয়ে জটিলতা কমানোর পরিবর্তে কার্যত আরও একটি মূল্যস্তর বাড়ানোর কথা বলা হয়েছে। সিগারেটের সর্বনি¤œ স্তর ভেঙ্গে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুতকৃত সিগারেট এবং আন্তর্জাতিক কোম্পানি কর্তৃক প্রস্তুতকৃত সিগারেট নামে দুটি নতুন স্তর সৃষ্টি করা হয়েছে। এছাড়া করারোপের পুরনো ও জটিল এডভ্যালোরেম পদ্ধতিও বহাল রাখা হয়েছে। তামাকবিরোধীদের সুনির্দিষ্ট কর পদ্ধতি প্রবর্তনের প্রস্তাব গ্রহণ করা হয়নি। এমনকি প্রধানমন্ত্রী একটি সহজ এবং কার্যকর তামাক কর ব্যবস্থা গ্রহণের জন্য ২০১৬ সালে যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন তারও বিন্দুমাত্র প্রতিফলন নেই এই প্রস্তাবনায়। রমজানে বিদ্যুত সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ মঙ্গলবার সন্ধ্যায় বাপবিবো সদর দফতরে ব্রিগেডিয়ার সবিহ উদ্দিন আহমেদ অডিটরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রমজান মাসে সারাদেশে বিদ্যুত সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ৮০টি পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন। তিনি বলেন, চাহিদার তুলনায় বিআরইবি কম বিদ্যুত পাচ্ছে বিধায় লোডশেডিং বেড়েছে। বিদ্যুত উৎপাদন কম হওয়ার কারণে প্রাপ্ত বিদ্যুত সমহারে বণ্টন করে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে হবে। আসন্ন রমজান মাসে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ, তারাবি, ইফতার ও সেহরির সময় যাতে বিদ্যুত পায় সেদিকে মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, দীর্ঘ সময় লোডশেডিং থাকলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। আবার কেউ যেন এই সুযোগ নিয়ে অন্য কোন ধরনের পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন। -বিজ্ঞপ্তি
×