ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আশরাফ উদ্দিন এনবিএল সিকিউরিটিজের দায়িত্বে

প্রকাশিত: ০৫:৪৭, ২৫ মে ২০১৭

আশরাফ উদ্দিন এনবিএল সিকিউরিটিজের দায়িত্বে

ন্যাশনাল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন আশরাফ উদ্দিন। আগামী ২৫ মে থেকে নতুন এ দায়িত্ব গ্রহণ করবেন তিনি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৬ সালে তিনি ন্যশনাল ব্যাংক লিমিটেডের ফাইন্যান্সিয়াল এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) হিসেবে যোগদান করেন আশরাফ উদ্দিন। এর আগে মাল্টি সিকিউরিটিজ এ্যান্ড সার্ভিসেস লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা ও কেম্পানি সচিবের দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আশরাফ উদ্দিন। -অর্থনৈতিক রিপোর্টার সিটি ব্যাংকের উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মোঃ আলী হোসেন শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা ৫০ হাজার শেয়ার ক্রয় করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সিটি ব্যাংকের এই উদ্যোক্তা কোম্পানির ৮ লাখ শেয়ার কিনবেন। উল্লেখ্য, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই উদ্যোক্তা বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×