ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদক ও জঙ্গীদের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না ॥ আইজিপি

প্রকাশিত: ০৪:১৩, ২৪ মে ২০১৭

মাদক ও জঙ্গীদের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না ॥ আইজিপি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। মাদক ও জঙ্গীদের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, সে যে কেউ হোক তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। বুধবার দুপুরে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনকালে আইজিপি শহীদুল এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। যদি ইয়াবার সঙ্গে কোন পুলিশ কর্মকর্তা জড়িত থাকে- তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান, কক্সবাজার জেলা প্রশাসক মো: আলী হোসেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুল এসময় উপস্থিতি ছিলেন। আইজিপি বলেন, পুলিশের একার পক্ষে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদককে নির্মূল করা সম্ভব নয়। সবাই মিলে এসব অপরাধ রুখে দিতে হবে। তাছাড়া মাদক ও জঙ্গীবাদ বিস্তার রোধে মাঠ পর্যায়ে কঠোর অবস্থান নেয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, অপরাধীদের সামাজিকভাবে বয়কট করার দায়িত্ব নিতে হবে দেশের মানুষকে। এতে করে অপরাধ ও অপরাধীদের নির্মূল করা সহজ হবে। বিকেলে টেকনাফ মডেল থানার নব নির্মিত ভবন উদ্বোধন করেন একেএম শহীদুল হক।
×