ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজীবন সম্মাননা পাচ্ছেন শাহীন সামাদ

প্রকাশিত: ০৩:৪৬, ২৫ মে ২০১৭

আজীবন সম্মাননা পাচ্ছেন শাহীন সামাদ

স্টাফ রিপোর্টার ॥ আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই নজরুল মেলায় এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই মেলায় নজরুল সঙ্গীতের বরেণ্য এই শিল্পীর হাতে সম্মাননা তুলে দেয়া হবে। এ উপলক্ষে চ্যানেল আই ভবনে গতকাল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ আলম সারোয়ার, সম্মাননায় ভূষিত শাহীন সামাদ ও বরেণ্য নজরুল সঙ্গীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক। সম্মাননা ঘোষণার পর শাহীন সামাদ বলেন, চ্যানেল আইয়ের দেয়া এ সম্মাননা নজরুল সঙ্গীতের প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে দিয়েছে। সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, নির্বাচিত ২০০ নজরুলসঙ্গীত নিয়ে কাজ করছেন শিল্পী ফেরদৌস আরা। এবারের মেলায় এ শিল্পীর সপ্তম খ-ে ‘নজরুলসঙ্গীত সমুগ্র’ প্রকাশ পাচ্ছে। এটিরও পৃষ্ঠপোষকতা করছে আইএফআইসি ব্যাংক। অতীতে এ সম্মাননা পেয়েছেন সঙ্গীতগুরু সোহরাব হোসেন, সুধীন দাশ, সঙ্গীতজ্ঞ ফিরোজা বেগম ও নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম, খালিদ হোসেন, ফেরদৌসী রহমান, মুস্তাফা জামান আব্বাসী ও নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। আজ বিকেল ৪-৩০ মিনিটে মেলার উদ্বোধনী পর্বে অংশ নেবেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, গণমাধ্যমের সম্পাদক, নজরুল বিশেষজ্ঞ ও নজরুল সঙ্গীতশিল্পী এবং চ্যানেল আইয়ের পরিচালকরা। মেলায় থাকবে ক্ষুদ্র ও কুঠিরশিল্পের স্টল ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫টি স্টল। খোলা মঞ্চ থেকে রাত ৭টা পর্যন্ত পরিবেশিত হবে নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় নজরুলসঙ্গীত, নৃত্যনাট্য, শিশুনৃত্য, নজরুলের কবিতা থেকে আবৃতি, নজরুল রচনাবলী থেকে পাঠ, আবদুল মান্নানের নেতৃত্বে নজরুল বিষয়ক ছবি আঁকা ইত্যাদি। মেলার স্টলে প্রদর্শিত হবে নজরুল গ্রন্থ, নজরুলকে নিয়ে লিখিত গ্রন্থ, নজরুল চিত্রকলা, নজরুল সঙ্গীতের রেকর্ড কাভারের প্রদর্শনী, নজরুল সংক্রান্ত ভিডিও সিডি, নজরুল সঙ্গীতের গানের স্টল, নজরুল গল্পগ্রন্থ থেকে নির্মিত চলচ্চিত্রের স্টল ইত্যাদি। আরও থাকবে বাংলার ঐতিহ্যসমৃদ্ধ রকমারি পণ্যসামগ্রীর স্টল। মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
×