ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেনহাজুল ইসলাম তারেক

সামাজিকভাবে বয়কট

প্রকাশিত: ০৩:৪৫, ২৫ মে ২০১৭

সামাজিকভাবে বয়কট

ইচ্ছার বিরুদ্ধে কোন নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা যে অপরাধ, তা জানে না বলে দাবি করেছে সাফাত আহমেদ! তার ভাষ্য, তারা ‘মেয়ে বন্ধুদের’ সঙ্গে প্রায়ই পার্টিতে ‘এমনটা’ করে থাকে! জন্মদিনের পার্টির এই ঘটনা যে এতবড় হতে পারে, তা না-কি তার ধারণাতেই ছিল না!! গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অকপটে দুই তরুণীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের কথাও স্বীকার করে পুলিশ কর্মকর্তাদের কাছে। সংবাদের এই অংশ পড়ার পর আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এরা কি উন্মাদ? পরে বুঝলাম, এই মুহূর্তে উন্মাদের মতো কথা বলাটা তাদের জন্য সুবিধাজনক। আইন অন্ধ; তাদের কাছে যুক্তিতর্ক, তথ্য-প্রমাণ দিয়ে সবকিছু প্রমাণ করতে হয়। এসব কথা বলে দুই দুর্বৃত্ত নিজেদের মানসিকভাবে অসুস্থ প্রমাণ করতে পারলে, সবকিছু খুব সহজ হয়ে যাবে। পুরোটাই একটা পরিকল্পনা, বিশাল পরিকল্পনা। তবে এই মুহূর্তে আমাদের সকলের উচিত ‘আপন’ জুয়েলার্সকে সামাজিকভাবে খুব তাড়াতাড়ি ‘পর’ করে দেয়া এবং রেইনট্রির মতো আবাসিক হোটেলগুলোকে বয়কট করা... পার্বতীপুর, দিনাজপুর থেকে
×