ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুড়িমারী স্থলবন্দরে বিপুল পরিমান ভারতীয় থ্রিপিচ আটক

প্রকাশিত: ০৩:২০, ২৪ মে ২০১৭

বুড়িমারী স্থলবন্দরে বিপুল পরিমান ভারতীয় থ্রিপিচ আটক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ আসন্ন ঈদ উপলক্ষ্যে লালমনিরহাটের বুড়িমারী স্থল বন্দরের ইমেগ্রেশনরুটে লাগেজ পার্টির দ্বৈরাত্ব বৃদ্ধি পেয়েছে। আজ বুধবার তিন ব্যাগ লাগেজ ভর্তি ভারতীয় থ্রিপিচ কাষ্টমস কতৃপক্ষ আটক করেছে। জানা গেছে, বাংলাদেশ হতে ভারতে ভ্রমনের উদ্দেশ্যে গিয়ে ফিরতি পথে রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় থ্রিপিচ, শাড়ী ও প্রসাধনী সামগ্রী আসছে। আসন্ন ঈদ উপলক্ষ্যে এই সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আজ বুধবার গোয়েন্দা রির্পোটের ভিত্তিতে বুড়িমারী কাষ্টমস কতৃপক্ষ যাত্রীদের লাগেজ তল্লাশি করে বিপুল পরিমান ভারতীয় থ্রিপিচসহ তিনটি লাগেজ উদ্ধার করে। লাগেজ গুলো আটক করে কাষ্টম গুদামে জমা দেয়। ঈদ উপলক্ষে হঠাৎ বুড়িমারী স্থলবন্দরে লাগেজ পার্টির দ্বৈরাত্ব আশংকা জনক হারে বেড়ে গেছে। বুড়িমারী কাষ্টমস ইন্সেপেক্টর হাফিজার রহমান তিনটি লাগেজ আটকের কথা স্বীকার করেছেন।
×