ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবারও মুস্তাফিজুর প্রথম আঘাত হানলেন

প্রকাশিত: ২৩:২৪, ২৪ মে ২০১৭

 এবারও মুস্তাফিজুর প্রথম আঘাত হানলেন

অনলাইন রিপোর্টার ॥ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আজ টসে জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। ভালোই শুরু করেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। দ্রুত গতিতে রান তুলতে শুরু করে। মাত্র ৩.৪ ওভারে তারা সংগ্রহ করে ২৩ রনা। ঠিক সেই সময় কাটার মাস্টার মুস্তাফিজুর অসাধারণ এক ডেলিভারিতে মাত্র দুই রানে সাকিবের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যায় লুক রনকি। আগের ম্যাচে অভিষিক্ত বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের জায়গায় দলে ফিরেছেন নাসির হোসেন। এই অফ স্পিনিং অলরাউন্ডার শেষ ওয়ানডে খেলেছিলেন গত অক্টোবরে, ইংল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান। আগের ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দেওয়া নিউজিল্যান্ড দলে এসেছে তিনটি পরিবর্তন। বিশ্রাম শেষে একাদশে ফিরেছেন জিমি নিশাম ও হ্যামিশ বেনেট। ৩৮ বছর বয়সী অফ স্পিনার জিতান প্যাটেল সিরিজে খেলছেন প্রথমবারের মতো। নিউ জিল্যান্ড দল: লুক রনকি, টম ল্যাথাম (অধিনায়ক), নিল ব্রুম, রস টেইলর, কোরি অ্যান্ডারসন, কলিন মানরো, জিমি নিশাম, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, হ্যামিশ বেনেট, জিতান প্যাটেল।
×