ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খিলগাঁওয়ে কামাল হত্যার এক আসামি গ্রেফতার, বন্ধুর স্ত্রীকে ধর্ষণ

প্রকাশিত: ০৭:৫৯, ২৪ মে ২০১৭

খিলগাঁওয়ে কামাল হত্যার এক আসামি গ্রেফতার, বন্ধুর স্ত্রীকে ধর্ষণ

স্টাফ রিপোর্টার ॥ খিলগাঁও থানার হত্যা মামলার এক আসামি গ্রেফতার, রেললাইনে দাঁড়িয়ে মুড়ি খাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক দোকান কর্মচারীর মৃত্যু ও র‌্যাব পরিচয়ে প্রতারণার সময় একজনকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। এছাড়া পাওনা টাকা দেয়ার কথা বলে বন্ধুর স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ মে রাত দেড়টার দিকে খিলগাঁও থানাধীন খিদমা হাসপাতালের কাছে বিশ্বরোড এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে নিহত ওই যুবক কামাল হোসেন (২৭) বলে জানা যায়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোমবার দিবাগত গভীর রাতে মতিঝিল থেকে কামাল হত্যার অন্যতম আসামি মোহাম্মদ জাহাঙ্গীরকে (৩০) গ্রেফতার করে পুলিশ। জাহাঙ্গীরের তথ্য মোতাবেক একটি চাকু ও রক্তমাখা বিভিন্ন আলামত উদ্ধার হয়েছে। চাকুটি হত্যাকা-ে ব্যবহৃত হয়েছে বলে জাহাঙ্গীরের দাবি। এ মামলার অন্য দুই আসামি পলাতক রয়েছে। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানান, এক মাস আগে মাদক সেবনকে কেন্দ্র করে কামালের সঙ্গে জাহাঙ্গীরের ঝগড়া হয়। তারই জেরে জাহাঙ্গীর গত ১৮ মে খিলগাঁও এলাকার একটি সরকারী কলোনির ভেতরে ডেকে নিয়ে হত্যা করে। সোমবার দিবাগত রাতে জুরাইন সেতু মার্কেটের সামনে ট্রেনের ধাক্কায় মার্কেটটির মাসুম সু কর্নার নামের একটি দোকানের কর্মচারী রায়হানের (২৪) মৃত্যু হয়। পুলিশ জানায়, ঘটনার সময় রায়হান রেললাইনের পাশে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছিল। এ সময় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। রায়হান কেরানীগঞ্জের পশ্চিমদি কলাবাগ এলাকার মোবারক হোসেনের ছেলে ছিল। সোমবার রাজধানীর যাত্রাবাড়ীতে র‌্যাব-৩-এর গোয়েন্দা বিভাগের প্রধান পরিচয়ে টাকা আদায়ের সময় রাজীব শরীফ (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩-এর একটি দল। তার মোবাইল ফোনে র‌্যাব ও সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি পাওয়া যায়। এসব ছবি দেখিয়ে নিজেকে কোথাও র‌্যাব ও আবার কোথাও সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি করত। রাজধানীর রায়েরবাজারে পাওনা টাকা দেয়ার কথা বলে বন্ধুর স্ত্রীকে বাসায় ডেকে নিয়ে নাজমুল নামে এক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই নারী রবিবার রাত থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন। গত শুক্রবার সন্ধ্যার পর নাজমুল তাকে টাকা দেবে বলে রায়েরবাজারের বাসায় ডেকে নেয়। খালি বাসায় নাজমুল তাকে ধর্ষণ করে। কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) কুমার সাহা জনকণ্ঠকে বলেন, ওই নারীর জবানবন্দী রেকর্ড করা হয়েছে। সে মোতাবেক, ওই নারীর স্বামী মোটরসাইকেল দুর্ঘটনার পর থেকে প্রতিবন্ধী।
×