ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবাহনী-প্রাইম ব্যাংক, গাজী গ্রুপ-মোহামেডান, প্রাইম দোলেশ্বর-শেখ জামাল লড়াই

প্রিমিয়ার ক্রিকেটের সুপার লীগ শুরু আজ

প্রকাশিত: ০৬:২৯, ২৪ মে ২০১৭

প্রিমিয়ার ক্রিকেটের সুপার লীগ শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সুপার লীগ শুরু হচ্ছে আজ। সুপার লীগের প্রথম রাউন্ডে বিকেএসপি চার নম্বর মাঠে আবাহনী-প্রাইম ব্যাংক, ফতুল্লায় গাজী গ্রুপ-মোহামেডান ও বিকেএসপি তিন নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর-শেখ জামাল লড়াই অনুষ্ঠিত হবে। লীগপর্ব শেষে ছয়টি দল সুপার লীগে ওঠে। দলগুলো হচ্ছেÑ গাজী গ্রুপ ক্রিকেটার্স (১৮ পয়েন্ট), আবাহনী লিমিটেড (১৬ পয়েন্ট), প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব (১৬ পয়েন্ট), প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (১৬ পয়েন্ট), শেখ জামাল ধানমন্ডি ক্লাব (১৪ পয়েন্ট) ও মোহামেডান স্পোর্টিং ক্লাব (১২ পয়েন্ট)। সুপার লীগের দলগুলো এখন পাঁচ রাউন্ড খেলবে। প্রতিটি দল পরস্পরের বিপক্ষে লড়াই করবে। যে দল লীগপর্বের পয়েন্টের সঙ্গে সুপার লীগের পয়েন্ট যোগে সবার ওপরে থাকবে তারাই চ্যাম্পিয়ন হবে। এ হিসেবে সবদলেরই এখন সুযোগ রয়েছে শিরোপা ঘরে তোলার। তবে লীগপর্ব শেষে সবার ওপরে আছে গাজী গ্রুপ। এ দলটি আজ মোহামেডানের বিপক্ষে খেলবে। যদি গাজী গ্রুপ আজ জিতে তাহলে শিরোপার আরও কাছে যাবে দলটি। মোহামেডানের জন্য শিরোপা রেসে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। আরেক ম্যাচ তখন হারলেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন মোহামেডানের শেষ হয়ে যাবে। আবাহনী গত আসরের চ্যাম্পিয়ন দল। আজ প্রাইম ব্যাংকের বিপক্ষে লড়াই করবে। দুই দলেরই পয়েন্ট সমান। যে দল হারবে তারা পয়েন্ট তালিকায় পেছনে পড়ে যাবে। প্রাইম দোলেশ্বরের অবস্থাও ভাল। দলটি শেখ জামালের মুখোমুখি হবে। যদি শেখ জামালকে হারাতে পারে তাহলে দোলেশ্বর ওপরের দিকে উঠতে থাকবে। এখন থেকে যে দল হারবে তাদেরই শিরোপা স্বপ্ন ধূলিসাৎ হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ জেতাই হচ্ছে শিরোপায় হাতছানি দেয়ার উত্তম কাজ। সুপার লীগে দুইদিন করে বিরতি দিয়ে একটি করে রাউন্ড হবে। যদি আবহাওয়ার কারণে কোন ম্যাচ না হয় তাহলে ‘বডিলি শিফট’ হয়ে পরেরদিন অনুষ্ঠিত হবে। যদি আরেক রাউন্ড শুরুর আগে কোনভাবেই খেলা না হতে পারে তাহলে পয়েন্ট ভাগাভাগি হবে। ১২ দলের লীগপর্বের খেলায় লিজেন্ডস অব রূপগঞ্জ (১২ পয়েন্ট), ব্রাদার্স ইউনিয়ন (১০ পয়েন্ট) ও কলাবাগান ক্রীড়াচক্র (৮ পয়েন্ট) সুপার লীগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে আগামী মৌসুমে সরাসরি লীগ খেলার জন্য নিরাপদ অবস্থানে আছে। এ তিন দলের আর কোন ম্যাচ এবার খেলতে হবে না। বাকি তিন দলের মধ্যে হবে রেলিগেশন লীগ। খেলাঘর সমাজকল্যাণ সমিতি (৬ পয়েন্ট), পারটেক্স স্পোর্টিং ক্লাব (২ পয়েন্ট) ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব (২ পয়েন্ট) ২৯ মে থেকে শুরু হতে যাওয়া রেলিগেশন লীগে খেলবে। এ তিন দল থেকে পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকা দলটি আগামী মৌসুমে লীগে খেলবে। বাকি দুই দল প্রথম বিভাগে নেমে যাবে। খেলাঘর যদি একটি ম্যাচ জিততে পারে, তাহলেই প্রথম বিভাগে অবনমন থেকে বাঁচবে। আকমলের স্থলে সোহাইল চ্যাম্পিয়ন্স ট্রফি স্পোর্টস রিপোর্টার ॥ ফিটনেসের অভাবে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন উমর আকমল। তার পরিবর্তে ব্যাটিং-অলরাউন্ডার হারিস সোহাইলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নির্বাচকরা। প্রধান নির্বাচক ইনজামাম উল হক বলেন, ‘উমর আকমলের বাদ পড়াটা ভাল কিছু নয়। তবে এর মধ্য দিয়ে আমরা একটা বার্তা দিতে চেয়েছি, ফিটনেস প্রশ্নে কোন আপোস নয়। তার পরিবর্তে সোহাইলকে নেয়া হয়েছে। আশা করছি ইংল্যান্ডের কন্ডিশনে সে ভাল করবে।’ ২৮ বছর বয়সী সোহাইল ২০১৫ সালের জুলাইয়ে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন। সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইমার্জিং টিমস কাপে পাকিস্তানের হয়ে নজকাড়া নৈপুণ্য প্রদর্শন করেন, বিশেষ করে ব্যাটিংয়ে। প্রয়োজনে বাঁহাতি স্পিন বোলিংও করতে পারেন। পাকিস্তানের হয়ে ২২ ওয়ানডে ও ৪টি টি২০ ম্যাচ খেলেছেন সোহাইল। অন্যদিকে কপাল পুড়ল উমর আকমলের। ইংল্যান্ডেই ছিলেন, ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। কিন্তু পরপর দুটি ফিটনেস টেস্টে ব্যর্থ হওয়ায় ২৬ বছর বয়সী তারকা ক্রিকেটারকে বাদ দেয়া হয়।
×