ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ম্যানচেস্টার হামলায় সতর্ক আইসিসি

প্রকাশিত: ০৬:২৮, ২৪ মে ২০১৭

ম্যানচেস্টার হামলায় সতর্ক আইসিসি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডে ১ জুন শুরু হতে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় বৃহত্তর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। মঙ্গলবার ম্যানচেস্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ব্যাপক প্রাণহানীর পর টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্ক আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। এই পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিশেষ এক বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। যেখানে আইসিসি উল্লেখ করেছে, ‘ম্যানচেস্টারের ভয়ঙ্কর হামলার পর সবার মধ্যে দুশ্চিন্তা তৈরি হওয়াটাই স্বাভাবিক। তবে আইসিসি এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) চ্যাম্পিয়ন্স ট্রফি এবং মেয়েদের বিশ্বকাপÑ দুটি ইভেন্টেই নিরাপত্তা বিষয়টিতে বাড়তি গুরুত্ব দেবে।’ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা নিরাপত্তা পরিচালকের পরামর্শ মেনে কাজ করে যাচ্ছি। যেখানে ইসিবি ছাড়াও অনান্য নিরাপত্তা সংক্রান্ত লোকবল রয়েছে। আমরা আশাকরি, সামনের দুটি টুর্নামেন্টের জন্য একটি শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা নিশ্চিত করা সম্ভব হবে। নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে নিশ্চিত করার আগে আমরা কিছু বিষয় পর্যালোচনা করছি।’ ঠিক কি ধরনের নিরাপত্তা সেটা অবশ্য নিরাপত্তার স্বার্থেই সামনে আনেনি আইসিসি, ‘নীতিগত কারণে আমরা নিরাপত্তার বিষয় নিয়ে স্পষ্ট কিছু বলতে চাইছি না।’ ম্যানচেস্টারে আত্মঘাতী এ বোমা হামলায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন। আহত ৫৯ জন। স্থানীয় সময় সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে একটি ইনডোর স্টেডিয়ামে মার্কিন পপতারকা এ্যারিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষে ভয়াবহ ওই বিস্ফোরণ ঘটে। স্থানীয় পুলিশ বলছে, একব্যক্তি হামলা চালিয়েছেন। তিনি বিস্ফোরক বহন করছিলেন। একপর্যায়ে তিনি বিস্ফোরণ ঘটান। ওই হামলাকারীও নিহত হয়েছেন। ২০০৫ সালের পর বৃটেনে এত বড় সন্ত্রাসী হামলা আর হয়নি। ১ জুন ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। অপর ছয় দেশ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
×