ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আটক সাবেক বার্সিলোনা সভাপতি, মেসিরা জানেন না তাদের নতুন কোচের নাম

উৎসবের নগরী মাদ্রিদ, বেহাল দশা বার্সার

প্রকাশিত: ০৬:২৮, ২৪ মে ২০১৭

উৎসবের নগরী মাদ্রিদ, বেহাল দশা বার্সার

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ ম্যাচটা মালগার মাঠে হওয়ায় উৎসবটা যুতসই হয়নি রিয়াল মাদ্রিদের। তবে কিছুটা বিলম্ব হলেও নিজ শহর মাদ্রিদে ফিরে জমকালো উৎসব করেছে দলটির ফুটবলাররা। ক্লাবটির লাখো লাখো সমর্থক বিজয়ীবীরদের বরণ করে নেন। মাদ্রিদ স্কয়ারে পতাকা নিয়ে উৎসবে শামিল হন রোনাল্ডো, মার্সেলোদের ভক্তরা। শিরোপা হাতে রিয়াল অধিনায়ক সার্জিও রামোসও ভক্তদের ভালবাসার জবাব দেন। রিয়ালে উৎসব চললেও ঠিক উল্টো অবস্থা বার্সিলোনার। দলটির যেন আকাশ থেকে পতন হয়েছে। শেষ হতে যাওয়া মৌসুমে বলার মতো কিছুই সাফল্য নেই কাতালানদের। যে কারণে বার্সা সাম্রাজ্যের পতন দেখছেন অনেকে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে তাদের বেশ কিছু কাজ করা উচিত বলে মনে করেন প-িতরা। এর মধ্যে অন্যতম সেরা তারকা লিওনেল মেসির সঙ্গে চুক্তি শীঘ্রই সেরে ফেলা। নতুন কোচ কে হবে সেটাও দ্রুত খোলাসা করা উচিত। জানা গেছে, কোচ নাকি ঠিক। কিন্তু এখনও তার নাম জানে না ফুটবলাররা। মিডফিল্ডে জাভি হার্নান্দেজ যাওয়ার পর বুড়িয়ে যাওয়া আন্দ্রেস ইনিয়েস্তা কিছুই করতে পারছেন না। এখানেও নতুন ফুটবলার নেয়া উচিত বলে বোদ্ধাদের মত। রাইট ব্যাক পজিশনে বার্সার অনেক বড় দুর্বলতা। এতদিন ব্রাজিলিয়ান তারকা দানিয়েল আলভেজ এই জায়গায় দুর্দান্ত খেলেছেন। কিন্তু গত মৌসুমে তাকে ছেড়ে দেয় কাতালানরা। ইতালিয়ান ক্লাব জুভেন্টাস আলভেজকে নিয়ে বুঝিয়ে দিয়েছে বার্সা কত বড় ভুল করেছে। এ সবের পাশাপাশি দলকে চাঙ্গা করতে নতুন তারকা বা তরুণদের দলে ভেড়ানো উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বার্সার বেহাল দশার মধ্যেই ভক্তদের শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হয়ে নিজ শহরে ফিরেছে পাঁচ বছর পর স্প্যানিশ লা লিগা জেতা রিয়াল। কোচ জিনেদিন জিদান ও তার দলের ফুটবলারদের বিপুল সংবর্ধনা দিয়ে বরণ করে নিতে মাদ্রিদের রাস্তায় হাজির ছিলেন অজস্র সমর্থক। উৎসবের নগরীতে পরিণত হয় স্পেনের রাজধানী। ২১ মে রাতে শিরোপা পুনরুদ্ধার করে রিয়াল। যা ক্লাবের ইতিহাসে তাদের রেকর্ড ৩৩তম স্প্যানিশ লীগ শিরোপা। ১৯২৯ সালে প্রথমবার লীগ সেরা হয়েছিল লস ব্লাঙ্কোসরা। খোলা বাসে চড়ে রোনাল্ডো, রামোস, মার্সেলোরা হাত নেড়ে ভক্তদের অভিনন্দনের জবাব দেন। ৩৩ বার লা লিগার শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ জুভেন্টাসের বিরুদ্ধে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের ফাইনাল খেলবে। সাবেক কোচ জোশে মরিনহোর অধীনে ২০১২ সালে সর্বশেষ লা লিগা জিতেছিল লস ব্লাঙ্কোসরা। পরে গত পাঁচবছরে দুইবার চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা ঘরে তুলেছে রিয়াল, কোপা ডেল রেও জিতেছে। শুধু লীগ শিরোপার হাহাকার ছিল। গত মৌসুমে দায়িত্ব নিয়ে রিয়ালকে ইউরোপ সেরা করেছিলেন জিদান। এবার উপহার দিলেন লা লিগাও। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল জিতে ডাবলস জয়ের সুযোগ এখন বার্নাব্যুর দলটির সামনে। এদিকে নতুন কোচ কে হচ্ছেন বার্সিলোনার খেলোয়াড়রা এরই মধ্যে তা জেনে গেছেন বলে সংবাদ মাধ্যমের খবর উড়িয়ে দিয়েছেন কোচ লুইস এনরিকে। কাতালান ক্লাবটিকে আটটি শিরোপা জেতানো এনরিকে গত মার্চে চলতি মৌসুম শেষে ন্যুক্যাম্প ছাড়ার ঘোষণা দেন। আগামী শনিবার স্প্যানিশ কাপে আলাভেজের বিরুদ্ধে ফাইনাল হবে তার অধীনে বার্সিলোনার শেষ ম্যাচ। ক্লাবটিতে তার উত্তরসূরি হিসেবে সংবাদ মাধ্যমে যাদের নাম আসছে এদের মধ্যে জোরেসোরেই শোনা যাচ্ছে এ্যাথলেটিক বিলবাওয়ের কোচ আরনেস্টো ভালভেরডের নাম। এ ব্যাপারে এনরিকে বলেন, ২৯ মে, আমরা নতুন কোচের নাম ঘোষণা করব। নতুন কোচ কে হতে যাচ্ছেন সে বিষয়ে এখন পর্যন্ত খেলোয়াড়রা কিছুই জানে না। বিপদের মধ্যে আরেকটা দুঃসংবাদ শুনেছে বাসা। অর্থপাচারের দায়ে আটক করা হয়েছে বার্সিলোনার সাবেক সভাপতি সান্ড্রো রোসেলকে। মঙ্গলবার স্পেনের ন্যাশনাল কোর্টের আদেশে সিভিল গার্ড ও ন্যাশনাল পুলিশ যৌথ অভিযান চালিয়ে আটক করেছে তাকে। সান্ড্রো ব্রাজিলিয়ান ফুটবল দলের ছবি স্বত্ব বিক্রির কমিশন পেতেন বলে ধারণা করা হচ্ছে। আর সেখান থেকে প্রাপ্ত টাকা তিনি অবৈধভাবে বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উদ্ধৃতিতে জানা গেছে, বার্সিলোনার সভাপতির দায়িত্ব নেয়ার আগে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে এই ব্যবসায় জড়িয়েছিলেন সান্ড্রো। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বার্সিলোনার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রোসেল। এরপর সরে দাঁড়ান অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে।
×