ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উইম্বলডনে ফিরছেন আজারেঙ্কা

প্রকাশিত: ০৬:২৫, ২৪ মে ২০১৭

উইম্বলডনে ফিরছেন আজারেঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ গত ডিসেম্বরে পুত্র সন্তানের মা হয়েছেন। এ কারণে প্রায় এক বছর হয়ে গেছে কোর্টের বাইরে ভিক্টোরিয়া আজারেঙ্কা। এই সময়ের মধ্যে র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়েছেন তিনি। এরপরও ডব্লিউটিএ’র বিশেষ নিয়ম অনুসারে বাজে রকমের ইনজুরি কিংবা মাতৃত্বকালীন বিশ্রামের জন্য ১ বছর পর্যন্ত সেই পড়ে যাওয়া র‌্যাঙ্কিং বিবেচনা করা হয় না। তাই যে কোন বড় টুর্নামেন্টের মূল ড্র-তেই জায়গা পাবেন তিনি। আগামী মাসে অনুষ্ঠিতব্য মর্যাদার গ্র্যান্ডসøাম আসর উইম্বলডন দিয়েই ফেরার ঘোষণা দিয়েছেন ২৭ বছর বয়সী বেলারুশের সাবেক এ বিশ্বসেরা তারকা। গত বছরের শুরুটা দুর্দান্ত হয়েছিল আজারেঙ্কার। টানা দুটি শিরোপা জিতেছিলেন ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামিতে। তখন সবাই ধারণা করছিলেন আবার নিজেকে বিশ্বসেরার পর্যায়ে ফিরে পেতে শুরু করেছেন আজারেঙ্কা। কিন্তু এরপরই কোর্টে নামাই বাদ দিলেন। পরে জানিয়েছিলেন সন্তানের মা হতে চলেছেন তিনি। ডিসেম্বরে পুত্র সন্তান লিও’র জন্ম হয়েছে। এরপর থেকেই এ সুন্দরী টেনিস তারকা কবে ফিরবেন সেটা নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে আগ্রহের জন্ম নিয়েছিল। অবশেষে চলতি বছরের শুরুর দিকে তিনি জানান মার্চ থেকেই অনুশীলন শুরু করেছেন। নতুন করে তিনি কোচও নিয়োগ দেন। রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভার সাবেক কোচ মাইকেল জয়েসকে নিয়োগ করেন তিনি প্রধান কোচ হিসেবে। অনুশীলন শুরুর কিছুদিন পরই তিনি জানান জুলাইয়ের শেষদিকে আবার পেশাদার টেনিস প্রতিযোতিায় নামতে শুরু করবেন তিনি। ইচ্ছা প্রকাশ করেছিলেন ক্যালিফোর্নিয়ার বড় টুর্নামেন্ট স্ট্যানফোর্ড ওপেনে ফেরার। কিন্তু যতই সময় গড়াচ্ছে আর মন টিকছে না আজারেঙ্কার। তাই ফিরতে চাইছেন আগেভাগেই। মার্চ থেকে অনুশীলন করার পর নিজের অবস্থাটা ভালভাবেই বুঝে উঠতে পেরেছেন। এ কারণেই আজারেঙ্কার মধ্যে আত্মবিশ্বাসটা ফিরে এসেছে। তাই তিনি তার ব্যক্তিগত টুইটার একাউন্টে লিখেছেন, ‘আমার অনুশীলনটা খুব ভালভাবেই এগিয়ে চলেছে এবং আমি বেশ উন্নতি করেছি। অনুভব করছি যে প্রতিযোগিতায় নামার জন্য আমি প্রস্তুত। আরও লিও কিছুটা বলছে যে সে লন্ডন ও উইম্বলডন দেখতে চায়।’ আগেভাগেই উইম্বলডন দিয়ে ফিরছেন আজারেঙ্কা। আগামী ৩ জুলাই শুরু হবে এ মর্যাদার গ্র্যান্ডসøাম আসরের ওয়ার্মআপ। হল্যান্ড ও নটিংহ্যাম, বার্মিংহাম ও ইস্টবোর্নে হবে বেশ কয়েকটি টুর্নামেন্ট। এরপরই উইম্বলডন। কিন্তু প্রায় এক বছর অনুপস্থিত থাকার কারণে র‌্যাঙ্কিং পড়ে গেছে আজারেঙ্কার। তবে মাতৃত্বকালীন বিশ্রাম হিসেবে এই পড়তি র‌্যাঙ্কিংয়ের কারণে কোন টুর্নামেন্টে অংশ নেয়ার ক্ষেত্রে প্রভাব ফেলবে না। এক বছরের মধ্যে ফিরলে আর কোন সমস্যা নেই। তাই আজারেঙ্কা উইম্বলডনে ফিরতে চাইলে ঝক্কির মধ্যে পড়বেন না তিনিও।
×