ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কারের কারণে পোশাক শিল্পে উৎপাদন ব্যয় বাড়ছে

প্রকাশিত: ০৫:৫৫, ২৪ মে ২০১৭

সংস্কারের কারণে পোশাক শিল্পে উৎপাদন ব্যয় বাড়ছে

কয়েক বছর ধরে তৈরি পোশাক শিল্পে চলছে কারখানা সংস্কারকাজ। বাড়ছে পণ্যের উৎপাদন ব্যয়। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে এ খাতের প্রবৃদ্ধিও বেশ কম, লক্ষ্যমাত্রার ৪ ভাগের মাত্র ১ ভাগ। এমন অবস্থায় আসছে বাজেটে উৎসে কর বন্ধসহ কর্পোরেট কর ১০ শতাংশ করার দাবি পোশাক রফতানিকারকদের। এদিকে, কারখানা সংস্কারকাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বাজেটে আলাদা তহবিল গঠনের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় পোশাক খাতের উৎসে কর দেড় শতাংশ এবং কর্পোরেট কর ৩০ শতাংশ করার প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী। তবে শেষ পর্যন্ত তা কার্যকর করতে পারেননি। ব্যবসায়ীদের দাবির মুখে তা যথাক্রমে দশমিক ৭ ও ২০ শতাংশ নির্ধারণ করেন। প্রায় এক বছরে পোশাক শিল্পে হয়েছে অনেক ওঠানামা। গেল অর্থবছরে যেখানে পোশাক খাতের প্রবৃদ্ধি ছিল ১০ শতাংশের বেশি, সেখানে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে প্রবৃদ্ধি মাত্র ২ দশমিক ২১ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক বাজার হারাবে জ্বালানি তেল যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ টনি সেবা মনে করেন, ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক বাজার হারাবে জ্বালানি তেল। আর এক দশকের কম সময়ের মধ্যেই জ্বালানি তেল ব্যবহারকারীদের পেট্রোল পাম্প খুঁজে পেতে বেগ পোহাতে হবে। সম্প্রতি এক গবেষণায় এ অর্থনীতিবিদ এমন তথ্য তুলে ধরেছেন। তার মতে, ইলেক্ট্রিক যানবাহনের দ্রুত বিকাশের ফলে পেট্রোল-ডিজেলচালিত গাড়িগুলো আগামী ৮ বছরের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর যারা গাড়ি কিনতে যাবেন তাদের অবশ্যই ইলেক্ট্রিক গাড়ি কিনতে হবে। এ আট বছরে সব গাড়ি ইলেক্ট্রিক হবে। তখন তেল কোম্পানিগুলোর ব্যবসা মুখথুবড়ে পড়বে। টনি সেবা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা দিন দিন কমে আসবে। সে জায়গা দখল করে নেবে বৈদ্যুতিক শক্তি। যে কারণে আগামী আট বছরের মধ্যে যারা গাড়ি কিনতে আগ্রহী তাদের অবশ্যই বৈদ্যুতিক যানবাহনে বিনিয়োগ করা উচিত। -অর্থনৈতিক রিপোর্টার
×