ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডিবিএইচের চেয়ারম্যান হলেন নাসির এ চৌধুরী

প্রকাশিত: ০৫:৫৩, ২৪ মে ২০১৭

ডিবিএইচের চেয়ারম্যান হলেন নাসির এ চৌধুরী

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং এ্যান্ড ফিন্যান্সের (ডিবিএইচ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছে নাসির এ চৌধুরী। মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে কোম্পানির ৯৪তম পরিচালনা পর্ষদ সভায় তাকে চেয়ারমান পদে নির্বাচিত করা হয়। নাসির এ চৌধুরী ডিবিএইচ প্রতিষ্ঠিত হওয়ার থেকে একজন পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির একজন উপদেষ্টা এবং প্রতিষ্ঠিত ব্যবস্থাপনা পরিচালক। নাসির এ চৌধুরী বাংলাদেশ ইন্স্যুরেন্সে একাডেমির গবর্নিং বডির সদস্যও। এছাড়াও তিনি গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং জিডি এ্যাস্টেট লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ রয়েছে। তিনি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের উদ্যোক্তা, ইউনিয়ন হসপিটালের পরিচালক এবং ন্যাসকম (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে বাটা সু ব্রোকারেজ হাউসগুলোর কাছে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সু লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বাটা সু ব্রোকারেজ হাউসগুলোর কাছে মার্জিন ঋণধারীদের নাম, বিও হিসাবের তথ্য, ইটিএন এবং শেয়ার হোল্ডিং পজিশন নম্বর চেয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোকে লভ্যাংশ পাওয়ার জন্য ১৯ জুনের মধ্যে বেনিফিশিয়ারি নাম (ডিপি) ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর জমা দিতে অনুরোধ করেছে কোম্পানিটি। -অর্থনৈতিক রিপোর্টার
×