ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুুঁজিবাজারে সূচক বেড়েছে

প্রকাশিত: ০৫:৫২, ২৪ মে ২০১৭

পুুঁজিবাজারে সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উর্ধমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। সিএসইতে ইসলামী ব্যাংকের শেয়ার হস্তান্তর হওয়ার কারণে সার্বিক লেনদেন বেড়েছে সেখানে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে ৬১২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের তুলনায় ৫২ কোটি ৩৬ লাখ টাকা বেশি। সোমবার ডিএসইতে ৫৬০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটো, মবিল যমুনা বিডি, আরএসআরএম স্টিল, ডরিন পাওয়ার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জাহিন স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, অগ্নি সিস্টেম ও ইভিন্স টেক্সটাইল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ রূপালী ব্যাংক, আইসিবি ২য় এনআরবি, রিজেন্ট টেক্সটাইল, এশিয়া ইন্স্যুরেন্স, এটলাস বাংলাদেশ, আইসিবি সোনালী মিউচুয়াল, ইসলামী ব্যাংক, ফাস ফিন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল ও পেনিনসুলা চট্টগ্রাম। দর হারানোর সেরা কোম্পানিগুলোÑ এনসিসি ব্যাংক, ঢাকা ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড এয়ার ও ঝিল বাংলা সুগার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ৩১১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭০১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, মবিল যমুনা বিডি, বারাকা পাওয়ার, জাহিন স্পিনিং, ডরিন পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, বে´িমকো, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও ইফাদ অটো।
×