ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুমিরকে গিলে খেল পাইথন

প্রকাশিত: ০৫:৫১, ২৪ মে ২০১৭

কুমিরকে গিলে খেল পাইথন

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মাউন্ট ইসা পর্বতের কাছে মুনদাররা লেকের পাড়ে রোদ পোহাচ্ছিল ১০ ফুট লম্বা একটি পাইথন। হঠাৎ তাকে দেখে শিকার ভেবেই মাঝ লেক থেকে এগিয়ে আসে বিরাট এক কুমির। কুমিরটিকে কাছে আসতে দেখেই ফুঁসে ওঠে পাইথনটিও। সে মুহূর্তের মধ্যেই আস্তো কুমিরটিকে পেঁচিয়ে ধরে। শুরু হয়ে যায় লড়াই। ঠিক যেন কার ক্ষমতা বেশি তা বোঝাতেই যুদ্ধে মেতে ওঠে দু’পক্ষই। পুরো ঘটনাটিই স্থানীয় লেখিকা টিফানি করলিস তার ক্যামেরা বন্দি করেন। তিনি জানিয়েছেন, প্রথমে ভাবছিলেন যে কুমিরটির অমসৃণ অবয়বের জন্য হয়তো পাইথনটি পেরে উঠবে না। কিন্তু লড়াইয়ে যা খুশি ঘটতে পারে, এ ভাবনাটাও মনের মধ্যে জিইয়ে রেখেছিলেন টিফানি। হলোও তাই। পাইথন-কুমিরের হাড্ডাহাড্ডি লড়াই শেষ হতে সময় লেগেছে পাক্কা পাঁচ ঘণ্টা। শেষমেশ জিত হলো পাইথনেরই। এখানেই শেষ নয়। এরপর আস্ত কুমিরটিকে গলাধঃকরণও করেছে সাপটি। আর কুমিরটিকে খেতে পাইথনটির সময় লেগেছিল মাত্র ১৫ মিনিট। এ অভিজ্ঞতা শিহরণ জাগানো বলে একটি সংবাদ মাধ্যমে জানান টিফানি। তিনি বলেন, ‘কুমিরের সঙ্গে লড়াইয়ে মেতেছিল পাইথনটি। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুমিরটিকে নিজের শরীর দিয়ে পেঁচিয়ে ধরেছিল ১০ ফুট লম্বা এ সাপ।’ সূত্র : সিডনি মর্নিং হেরাল্ড
×