ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দেবে সংসদ

প্রকাশিত: ০৫:৪৯, ২৪ মে ২০১৭

জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দেবে সংসদ

সংসদ রিপোর্টার ॥ জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি সংসদের মাধ্যমেও যে প্রতিকার চাওয়া যায়, তা জনগণকে জানাতে বিজ্ঞপ্তি দেবে জাতীয় সংসদের পিটিশন কমিটি। সরাসরি সংসদের কাছে আবেদন করে যে কোন অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিকার পাওয়ার যে সুযোগ আছে, তা জনগণকে জানাতেই এ উদ্যোগ নেয়া হচ্ছে। মঙ্গলবার সংসদ সচিবালয়ে পিটিশন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। চলতি দশম সংসদে পিটিশন কমিটির দ্বিতীয় বৈঠক এটি। পদাধিকারবলে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ১০ সদস্যের এই কমিটির সভাপতি। বৈঠকে জাতীয় সংসদের পিটিশন কমিটি সম্পর্কে জনগণকে অবহিত ও উদ্বুদ্ধ করতে সংসদ সদস্যদের আরও কার্যকর ভূমিকা রাখার আহবান জানানো হয়েছে । মঙ্গলবার সংসদ ভবনে কমিটির সভাপতি স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পিটিশন কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্পীকার সাংবাদিকদের বলেন, সাধারণ নাগরিক জানেই না যে সংসদে এমন একটি কমিটি আছে। এজন্য বিষয়টি নিয়ে প্রচার প্রয়োজন। কমিটি পর পর তিন মাস বিজ্ঞপ্তি প্রচার করে এর ফল দেখবে। সভায় কমিটির কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে জাতীয় সংসদের ওয়েবসাইটে প্রচারের পাশাপাশি প্রিন্ট-ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার মাধ্যমে প্রতিমাসে একবার করে পরপর তিন মাস গণবিজ্ঞপ্তি প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারী চ্যানেলে এ বিষয়ে পিটিশন কমিটির সদস্যদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পিটিশন কমিটির সদস্য ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, মোঃ আব্দুস শহীদ এমপি, শেখ মোঃ নূরুল হক এমপি এবং ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি সভায় অংশগ্রহণ করেন। সভায় পিটিশন কমিটিকে জাতীয় সংসদের একটি অতীব গুরুত্বপূর্ণ কমিটি হিসেবে উল্লেখ করে স্পীকার বলেন, যে কোন জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয় দেশের নাগরিকগণ পিটিশনের মাধ্যমে জাতীয় সংসদকে গোচরীভূত করতে পারে। কোন ব্যক্তি কোন বিষয়ে প্রতিকার না পেলে সংক্ষুব্ধ ব্যক্তির সংসদে পিটিশনের মাধ্যমে বিষয়টি সংসদকে অবহিত করার সুযোগ রয়েছে। সংসদ সদস্যের প্রতিস্বাক্ষরে প্রাপ্ত পিটিশনসমূহ বিবেচনা করে স্পীকার সংসদে উত্থাপন করবেন। সাধারণ জনগণকে বিষয়টি ব্যাপকভাবে অবহিত করতে সংবাদপত্র, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়া এবং জাতীয় সংসদের ওয়েবসাইটের মাধ্যমে অবহিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। জনগুরুত্বপূর্ণ বিষয়ে বা অন্য কোন বিষয়ে কোন ব্যক্তি প্রতিকার না পেলে পিটিশন কমিটির মাধ্যমে প্রতিকার পাওয়ার তার সর্বোচ্চ নাগরিক অধিকার রয়েছে বলে সভায় মতামত ব্যক্ত করা হয়। দশম জাতীয় সংসদে এ পর্যন্ত যে সকল পিটিশন পাওয়া গেছে কমিটির সভাপতি ও স্পীকার তা বিবেচনা করে সংসদ কার্যপ্রাণালী বিধি অনুযায়ী সংসদে উপস্থাপন করবেন। সংসদ সচিবালয় জানিয়েছে, ১৯৯১ সালের পর এই কমিটির মাধ্যমে জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিকার পাওয়ার নজির রয়েছে মাত্র একটি। বিদ্যুত সমস্যা তিন দিনের মধ্যে সমাধানের সুপারিশ দেশে চলমান বিদ্যুতের সাময়িক সমস্যা আগামী ২-৩ দিনের মধ্যে সমাধানের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে কমিটি বিদ্যুত বিভাগের যে প্রকল্পকাজ নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদনে যেতে ব্যর্থ হয়েছে তাদের প্রকল্প বাতিলের সুপারিশ করেছে।
×