ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের বিপক্ষে জয় প্রত্যাশা টাইগারদের

প্রকাশিত: ০৫:৩৯, ২৪ মে ২০১৭

নিউজিল্যান্ডের বিপক্ষে জয় প্রত্যাশা টাইগারদের

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে অধরা জয়টি কী আজই মিলে যাবে বাংলাদেশের? সেই ১৯৮৬ সাল থেকে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেলে বাংলাদেশ। তখন থেকে নিউজিল্যান্ড ছাড়া সবদলের বিপক্ষেই বিদেশের মাটিতে জয় রয়েছে বাংলাদেশের। শুধু কিউইদেরই পরাস্ত করা যায়নি। আজ আয়ারল্যান্ডে তিনজাতি ওয়ানডে সিরিজে বাংলাদেশ-নিউজিল্যান্ড আরেকটি লড়াই রয়েছে। সিরিজের শেষ ম্যাচ এটি। ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে ম্যাচটি বাংলাদেশ সময় বেলা পৌনে চারটায় শুরু হবে। এ ম্যাচটিতে জিতলেই নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে অধরা জয়টি মিলে যাবে বাংলাদেশের। আজ শেষ হতে যাওয়া তিনজাতি সিরিজেই অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে হেরেছে বাংলাদেশ। ৪ উইকেটে সেই হারের আগেও এই অধরা জয়টি পাবে বাংলাদেশ? সেই প্রশ্ন সবদিকে শোনা গেছে। কিন্তু বাংলাদেশ পারেনি। আর না পারায় নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত বিদেশের মাটিতে জিততে পারেনি বাংলাদেশ। শুধুই হার হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে ১৬টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে ১০টি ম্যাচ ও নিউজিল্যান্ডের বাইরে ৬টি ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে। সবকটিতেই হেরেছে বাংলাদেশ। আর মোট ২৯ ম্যাচের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এরমধ্যে ৮টি ম্যাচেই জিতেছে। কিন্তু বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সাফল্য শূন্যের কোটায়। শুধুই ব্যর্থতা মিলেছে। সর্বশেষ গত বছর ডিসেম্বরে নিউজিল্যান্ডে দুইদল পরস্পরের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়। সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তার মানে নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে বাংলাদেশ বরাবরই কঠিন পরিস্থিতিতে পড়েছে। এবার তিনজাতি সিরিজেও পুরো শক্তির দল না থাকার পরও জিতেছে নিউজিল্যান্ড। আজ বাংলাদেশের সামনে নিউজিল্যান্ডকে বিদেশের মাটিতে হারানোর আরেকটি সুযোগ আছে। পারবে কিউইদের হারাতে বাংলাদেশ? বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আশা সম্ভব, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে আমরা শুরুর দিকে উইকেট ফেলতে পারিনি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে বোলাররা ঠিক সেই কাজটাই সাফল্যের সঙ্গে করেছে। বোলারদের কাছ থেকে আমরা এমন কিছুই সবসময় চাই। আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে জিততে চাই। এর আগের ম্যাচেই আমাদের জয়ের সুযোগ ছিল। কিন্তু আমরা পারিনি। তবে আমি মনে করি, আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা যেভাবে খেললাম, সেভাবে খেলতে পারলে আমরা নিউজিল্যান্ডকেও পরের ম্যাচে হারাতে পারব।’ মাশরাফি জেতার কথা বলছেন। নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামও জেতার ভাবনাতেই মশগুল। এরইমধ্যে সিরিজের তিনটি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ও বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ জিতেছে। টানা তিন ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজে চ্যাম্পিয়ন হয়ে গেছে। এখন বাংলাদেশকে শেষ ম্যাচে হারিয়ে অপরাজিত থাকতে চায় নিউজিল্যান্ড। লাথাম তাই ইঙ্গিত করেছেন। বলেছেন, ‘আমরা প্রতিম্যাচেই উন্নতি করতে চাই। যা আগেও করে দেখিয়েছি। আমরা বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচটাতেও উন্নতি ধরে রাখতে চাই। যাতে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমাদের নির্বাচকরা দল নিয়ে আলাদাভাবে কাজ করতে পারেন।’
×