ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিশুসহ নিহত ২২ ;###;আইএসের দায় স্বীকার;###;হামলাকারীর পরিচয় মিলেছে

ম্যানচেস্টারে কনসার্টে হামলা

প্রকাশিত: ০৫:৩৫, ২৪ মে ২০১৭

ম্যানচেস্টারে কনসার্টে হামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রিটেনের ম্যানচেস্টারে একটি ইনডোর স্টেডিয়ামে মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণে শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫৯ জন। সোমবার স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে কনসার্ট শেষ হওয়ার পরপরই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের সঙ্গে সালমান আবেদি নামে লিবীয় বংশোদ্ভূত এক ব্রিটিশ জড়িত বলে দেশটির পুলিশ মঙ্গলবার জানিয়েছে। আবেদির সঙ্গে আরও কেউ রয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। খবর এএফএপি ও বিবিসির। ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে বলেন, এই বিস্ফোরণকে তারা ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছেন। ম্যানচেস্টারে ঠিক কী ঘটেছে, তার বিস্তারিত জানতে কাজ চলছে। বিস্ফোরণের ঘটনায় ভুক্তভোগীদের পাশে আছেন বলেন জানান তিনি। নির্বাচনের আড়াই সপ্তাহ আগে এই হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করে টেরেসা মে ভোটের প্রচার স্থগিত রেখে জরুরী পরিস্থিতি মোকাবেলায় কোবরা কমিটির বৈঠক ডেকেছেন। আসন্ন সাধারণ নির্বাচনের প্রচার স্থগিত ঘোষণা করেছে নির্বাচনে অংশ নিতে যাওয়া সব রাজনৈতিক দলও। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। লেবার পার্টির নেতা জেরেমি করবিন টুইট করে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র সঙ্গে আলোচনা করেই সবগুলো দল সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত ৮ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনের সব ধরনের প্রচার কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিশ্বনেতারাও এ ঘটনার তীব্র নিন্দা ও হতাহতদের জন্য শোক প্রকাশ করেছেন। বেথলেহেম সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় ব্রিটিশ জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রেসিডেন্ট অব রাশিয়া নামের টুইটার এ্যাকাউন্টে হামলার প্রতিক্রিয়ায় ভøাদিমির পুতিন শোক ও সমবেদনা জানান। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার পোস্টে লিখেছেন, ‘আমি ভীষণ মর্মাহত। তীব্র নিন্দা জানাই এই হামলার। আমি উদ্বিগ্ন সেই পরিবারগুলোকে নিয়ে যারা স্বজন হারিয়েছেন। আহতদের জন্য রইল প্রার্থনা।’ ম্যানচেস্টার পুলিশের চীফ কনস্টেবল বলেছেন, এই পর্যায়ে আমরা ধারণা করছি, একজন হামলাকারী এই হামলা চালিয়েছে। হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তিনি আরও বলেছেন, হামলাস্থলেই নিহত হয়েছেন হামলাকারী। এখন বিবেচ্য হলো, তিনি নিজ সিদ্ধান্তে হামলা চালিয়েছেন নাকি কোন নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করেছেন। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, হামলাকারী ছিলেন একজন। তিনি একটি ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস বহন করছিলেন এবং বিস্ফোরণে তিনি নিজেও নিহত হয়েছেন। ইউরোপের অন্যতম বৃহৎ ইনডোর স্টেডিয়াম ম্যানচেস্টার এ্যারেনা কনসার্ট ভেন্যু হিসেবেও জনপ্রিয়। একসঙ্গে প্রায় ২১ হাজার দর্শকের বসার ব্যবস্থা রয়েছে সেখানে। ২৩ বছর বয়সী মার্কিন তারকা আরিয়ানা গ্রান্ডে তার পরিবেশনা শেষে মঞ্চ থেকে নেমে যাওয়ার পরপরই এ্যারেনার প্রবেশপথের কাছে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। তবে শিল্পী অক্ষত রয়েছেন। এক টুইটে তিনি বলেছেন, এই ঘটনায় তার হৃদয় ভেঙ্গে গেছে। কিছু বলার ভাষাও তিনি হারিয়ে ফেলেছেন। এর ঠিক দুই মাস আগে গত ২২ মার্চ ব্রিটিশ পার্লামেন্টের কাছে এক জঙ্গী হামলায় পুলিশসহ পাঁচজন নিহত হন, আহত হন অন্তত ৪০ জন। আর ২০০৫ সালে লন্ডনের চার জায়গায় একসঙ্গে আত্মঘাতী হামলায় ৫২ জন নিহত হয়।
×