ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদা এখন বেপরোয়া গাড়ির ড্রাইভার ॥ ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৪:০৯, ২৩ মে ২০১৭

খালেদা এখন বেপরোয়া গাড়ির ড্রাইভার ॥ ওবায়দুল কাদের

অনলাইন রিপোর্টার ॥ সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত প্রথম আরব ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গায় খালেদা জিয়ার কথা হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লসিত হতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৩ মে) দুপুরে রাজধানীর র্যা ডিসন হোটেলের সামনে বিআরটিএ’র এক ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনকালীন মুসলিমবিরোধী নানা বক্তব্যের দিকে ইঙ্গিত করে সোমবার (২২ মে) মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন, ‘তার (ট্রাম্প) সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। পৃথিবীর সব মানুষই জানেন তিনি কী করছেন, কী কথা বলছেন। আজকে দুর্ভাগ্য আমাদের, সেইখানে আজকে এই ট্রাম্প প্রায় সভাপতিত্ব (সম্মেলনে) করছেন বলা যায়। আর সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছেন।’ এর প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘দাওয়াত দিয়েছেন সৌদি আরবের বাদশা, সৌদি আরবের বাদশার দাওয়াতে প্রধানমন্ত্রী যাবেন না? যদি আজ বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতেন, তাহলে কি মির্জা ফখরুল এ কথা বলতেন? অবশ্যই বলতেন না।’ তিনি আরও বলেন, ‘সৌদি আরবের কোনো একটি অনুষ্ঠানে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, সেখানে বিশ্বের ৫০টি মুসলিম দেশ ছিল, এটা নিয়ে বিতর্ক তোলার তো কোনো কারণ নেই। আজ তারা যদি ক্ষমতায় থাকতো এবং প্রধানমন্ত্রী যদি খালেদা জিয়া থাকতেন, আর খালেদা জিয়া এই অনুষ্ঠানে যেতেন, তাহলে এই নিয়ে তারা উল্লসিত, উচ্ছসিত হতেন, তাহলে এখন কেন হতাশা?’ বিএনপি একটার পর একটা ইস্যু মাঠে মারা যায় দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খালি একটার পর একটা ইস্যু খুঁজেন। ইস্যু না পেলেও ইস্যু খুঁজে, তাদের এখন ইস্যু খুঁজা ছাড়া আর কিছু নেই। একটার পর একটা ইস্যু। সব ইস্যু শেষ পর্যন্ত মাঠে মারা যায়, তারপরও ইস্যু খুঁজে। এটা বিএনপির পুরোনো অভ্যাস। কোনো ইস্যুতে জনগন সাড়া না দেওয়ায় নতুন ইস্যু খুঁজছে।’ ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখন বেপরোয়া গাড়ির বেপরোয়া ড্রাইভারের মতো হয়ে গেছে। কখন যে কোনো দূর্ঘটনা ঘটিয়ে ফেলে। সেটাই আমাদের জন্য আতঙ্ক।
×