ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিলেটে অটোরিক্সা উল্টে নিহত দুই, আহত ৪

প্রকাশিত: ০৪:০৪, ২৪ মে ২০১৭

সিলেটে অটোরিক্সা উল্টে নিহত দুই, আহত ৪

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজারে অটোরিক্সা উল্টে দুইজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন- দক্ষিণ সুরমার সুফিয়ান মিয়ার ছেলে আদিল (৪) ও জগন্নাথপুরের আনোয়ারুল হকের ছেলে মারজান (১৯)। সিলেট-ঢাকা মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচল নিষিদ্ধ থাকায় মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমা এলাকায় সিলেটগামী একটি অটোরিক্সাকে তেলিবাজারের কাছে থামার জন্য সিগনাল দেন দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট। অটোরিক্সাটি না থেমে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় অটোরিক্সাটি উল্টে গিয়ে ছয় জন আহত হন। হাসপাতালে ভর্তি করার পর দুজনের মৃত্যু ঘটে। ফরিদপুরে ভাইবোনসহ তিন নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এর মধ্যে সদরপুরে দুই শিশু ও ভাঙ্গায় নিহত হয়েছেন নসিমন চালক। মঙ্গলবার বেলা ১১টার দিকে সদরপুরের আকোটেরচর ইউনিয়নের বটতলা নামক এলাকায় মনিকোঠা-পিয়াজখালী সড়কের দুর্ঘটনায় চাচাত ভাই-বোন দুই শিশু নিহত হয়। নিহত দুই শিশু হলো আকটেরচর বাজার এলাকার সৌদি প্রবাসী মুজাম খানের ছেলে জিহাদ খান (৭) ও রিপন খানের মেয়ে নুসরাত (৮)। নিহত দুই শিশু নুসরাত ও জিহাদ পরস্পর চাচাত ভাই-বোন। তারা দুজনই ওই এলাকার আল ইকরা প্রি ক্যাডেট কিন্টারগার্টেনে নার্সারি ও প্লে শ্রেণীতে পড়াশুনা করে। এছাড়া ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নসিমন চালক আজিজুল মোল্লা (৪০)। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ভাঙ্গা পৌর এলাকার নূরপুর মহল্লায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নসিমন চালক আজিজুল মোল্লা পাশের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড় কাজলী গ্রামের মকবুল মোল্লার ছেলে। রাজশাহীতে কিশোর স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, নগরের বিনোদপুর এলাকায় বাসের ধাক্কায় পরোশ আলী (১৮) নামের কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল নয়টার দিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা একটি বাস ভাংচুর করে।
×