ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে প্রচ- গরম

ছুটি না দেয়ায় পোশাক কারখানায় ভাংচুর

প্রকাশিত: ০৪:০৪, ২৪ মে ২০১৭

ছুটি না দেয়ায় পোশাক কারখানায় ভাংচুর

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কাশিমপুর নয়াপাড়ায় ছুটি না দেয়ায় মঙ্গলবার এক পোশাক কারখানা ভাংচুর করেছে বিক্ষব্ধ শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ বিভিন্ন কারখানার বহিরাগত শ্রমিকরা তাদের কারখানায় হামলা চালিয়ে আসবাবপত্র, দরজা জানালার কাঁচ, ৫টি গাড়ি, কারখানার মানবসম্পদ বিভাগের বেশ কিছু কম্পিউটার ও আসবাবপত্র ভাংচুর করেছে। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানার পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্তৃপক্ষ এদিন কারখানা ছুটি ঘোষণা করেছে। জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন অর রশীদ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকার বিভিন্ন গার্মেন্টসে মঙ্গলবার সকাল থেকে কাজ চলছিল। বেলা ১১টার দিকে স্থানীয় মন্ডল, কটন ক্লাব (বিডি) ও মাল্টি গার্মেন্টসের শ্রমিকরা গরমে অসুস্থ হয়ে পড়লে তাদের গার্মেন্টস ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু পার্শ্ববর্তী মাসকো গ্রুপের তাসনিয়া ফ্যাব্রিক্স লিমিটেড ছুটি ঘোষণা না করায় এ কারখানার শ্রমিকসহ আশপাশের পোশাক কারখানার শ্রমিকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এ সময় মন্ডল, কটন ক্লাব (বিডি) ও মাল্টি গার্মেন্টেসের শ্রমিকরা কারখানা থেকে ফিরে যাওয়ার সময় তাসনিয়া ফ্যাব্রিক্স কারখানা ছুটি ঘোষণার দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বহিরাগত শ্রমিকরা তাসনিয়া ফ্যাব্রিক্স কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে বহিরাগত শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে ২৫-৩০টি কম্পিউটার, দুটি বাস, তিনটি প্রাইভেটকার ও মাইক্রোবাস, কারখানার দরজা, জানালার কাঁচ ও ফুলের টব ভাংচুর করে। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে শ্রমিকদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাসনিয়া কারখানা কর্তৃপক্ষ জানায়, এ ঘটনার পর কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। হামলায় তাদের কারখানার বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল খালেক জানান, গত শনিবার থেকে তিনদিন ধরে কোনাবাড়ি জরুনস্থিত ডেল্টা কম্পোজিট নীটিং লিমিটেড এবং কটন ক্লাব বিডি লিমিটেড কারখানার বেশ কিছু শ্রমিক প্রচ- গরমের কারণে অসুস্থ হয়ে পড়ে। তাদের দেখে আরও কয়েক শ্রমিক কাজে ফাঁকি দিতে ইচ্ছাকৃতভাবে নিজেকে অসুস্থতা দেখিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে কারখানা থেকে চলে যায়। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। মঙ্গলবারও কটন ক্লাব বিডিসহ মন্ডল ও মাল্টি গার্মেন্টেসের কয়েক শ্রমিক অসুস্থ হলে ওই কারখানাগুলো এদিন ছুটি ঘোষণা করা হয়। কিন্তু ছুটি না দেয়ায় তাসনিয়া ফ্যাব্রিক্স কারখানার বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে ওইসব কারখানার শ্রমিক ও বহিরাগতরা যোগ দিয়ে কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করে।
×