ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৪৬ বছর পর বন্ধ

প্রকাশিত: ০৩:৪৪, ২৪ মে ২০১৭

১৪৬ বছর পর বন্ধ

উৎসাহী দর্শকদের চির বিদায় জানাল ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। যাত্রা শুরু হওয়ার ১৪৬ বছর পর নিউ ইয়র্কের লং আইল্যান্ডের নাসাউ কলিসিয়ামে বন্ধ হলো চোখ ধাঁধানো এই শো। শেষ উপস্থাপনা ছিল একটি অনন্য ব্যালেন্সিং এ্যাক্ট থিমের ব্যাকগ্রাউন্ডে। ১৯ শতকের শোম্যান পিটি বার্নামের হাত ধরে পথ চলা শুরু এই সার্কাসের। -গার্ডিয়ান জন কি বাত মনের কথা শোনাতে ‘কি বাত’ চালু করেছিল। এবার জনগণের কথা শুনতে ‘কি বাত,’সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ মোদি সরকারের। আগামী ২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির তিন বছর পূর্ণ হবে। সেই জন্য ২০ দিনব্যাপী ‘মেইকং অব ডেভেলপড ইন্ডিয়া’(মোদি)ষ্ঠানের আয়োজন করা হয়েছে। তখনই ‘কি বাত’ষ্ঠানের সূচনা করবে কেন্দ্র সরকার। যার মাধ্যমে গত তিন বছরে মোদি সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে সরাসরি নিজেদের মতামত রেকর্ড করতে পারবেন সাধারণ মানুষ। -ইন্ডিয়ান এক্সপ্রেস
×