ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৩:০২, ২৩ মে ২০১৭

শেরপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে আসাদুল ইসলাম (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে শহরের মীরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে স্থানীয় মীরগঞ্জ মহল্লার মৃত আব্দুল মান্নানের ছেলে ও জেলা ছাত্রলীগের সম্পাদকমন্ডলীর সদস্য। মঙ্গলবার বিকেলে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হলে উভয় পক্ষের শুনানী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান একদিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। ওই ঘটনায় শহরে ব্যাপক তোলপাড় চলছে। শেরপুর সদর থানার এসআই কামরুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেফতারে অভিযান চলাকালে সোমবার রাত সোয়া ১১টার দিকে শহরের মীরগঞ্জ এলাকা থেকে আসাদুলকে গ্রেফতার করা হয়। তার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে- এমন গোপন তথ্য রয়েছে পুলিশের কাছে। এদিকে একাধিক দায়িত্বশীল মহল মনে করছেন, সম্প্রতি শহরের খাদ্যগুদাম মোড়ে স্থানীয় এক শিল্পপতিকে অস্ত্রের মুখে হুমকি ও তার কাছে চাঁদা দাবির ঘটনার সাথে ওই ছাত্রলীগ নেতা গ্রেফতারের যোগসূত্র থাকতে পারে। তবে গ্রেফতারকৃত নেতার সাথে ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, দলের ভেতর গ্রুপিংয়ের কারণে ছাত্রলীগ নেতা আসাদুলকে হয়রানী করতেই গ্রেফতার করানো হয়েছে।
×