ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৭ খুনের মামলা ডেথ রেফারেন্স ও আপীলের শুনানি শুরু

প্রকাশিত: ০৭:৫০, ২৩ মে ২০১৭

৭ খুনের মামলা ডেথ রেফারেন্স ও আপীলের শুনানি শুরু

স্টাফ রিপোর্টার ॥ তিন বছর আগে না’গঞ্জের আলোচিত সাত খুনের মামলায় ডেথ রেফারেন্স এবং আসামিদের আপীলের ওপর শুনানি শুরু হয়েছে। সোমবার দুপুর পৌনে একটায় বিচারপতি ভবানী প্রসাদ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদন) ও আপীল শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মান্নান মোহন। এর আগে গত ১৭ মে আলোচিত এই মামলার ডেথ রেফারেন্স ও আপীল শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। চলতি বছরের ১৬ জানুয়ারি সাত খুন মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামিকে মৃত্যুদ-াদেশ দেয় আদালত। বাকি ৯ আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন।
×