ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৪৪তম বার্ষিকী আজ

প্রকাশিত: ০৭:৪৭, ২৩ মে ২০১৭

বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৪৪তম বার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৪৪তম বার্ষিকী আজ। ১৯৭৩ সালের ২৩ মে বিশ্বশান্তি পরিষদ বাঙালী জাতির পিতা, আফ্রো-এশিয়া-লাতিন আমেরিকার মুক্তিকামী মানুষের মহান নেতা এবং গণতন্ত্র, স্বাধীনতা ও শান্তি আন্দোলনের পুরোধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নোবেল খ্যাত জুলিও-কুরি শান্তি পদকে ভূষিত করে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, জাতির পিতা ছিলেন বিশ্বের মুক্তিকামী, নিপীড়িত, মেহনতি মানুষের অবিসংবাদিত নেতা। শান্তি, সাম্য, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে দক্ষিণ-পূর্ব এশিয়ার সংঘাতময় পরিস্থিতি উত্তরণে বঙ্গবন্ধুর শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের কথা স্মরণ করে বিশ্বশান্তি পরিষদের শান্তি পদক কমিটি জাতির পিতার কর্মের স্বীকৃতিপত্রে উল্লেখিত বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৪৪ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে ‘জুলিও কুরি বঙ্গবন্ধু শান্তি সংসদ’ ‘বঙ্গবন্ধু শান্তি পদক’ প্রদান করছে জেনে তিনি আনন্দিত। আর এ আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান
×