ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রজন্ম টকিজের ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

প্রকাশিত: ০৬:৪০, ২৩ মে ২০১৭

প্রজন্ম টকিজের ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার ॥ ‘প্রজন্ম টকিজ’ প্রযোজিত ‘কাঁচবৃষ্টি’ নামে একটি শর্টফিল্মে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন কণ্ঠশিল্পী ও অভিনয় শিল্পী পার্থ বড়ুয়া। সম্প্রতি তরুণ প্রজন্মকে ভাবাতে ১০টি শর্টফিল্ম নিয়ে শুরু হয়েছে ‘প্রজন্ম টকিজ’। গত ২০ এপ্রিল থেকে ইউটিউবে মুক্তি পাওয়া শুরু করেছে প্রজন্ম টকিজের প্রথম সিজনের শর্টফিল্মগুলো। প্রতি সপ্তাহে একটি করে নতুন পর্ব রিলিজ দেয়া হচ্ছে। এভাবে মোট ১০ পর্বে ফুটিয়ে তোলা হবে সমসাময়িক সামাজিক সমস্যার নানা দিক। প্রথাগত প্লাটফর্মের বদলে শর্টফিল্ম নিয়ে অনলাইনেই আসা প্রসঙ্গে প্রজন্ম টকিজের প্রযোজক সালেহ সোবহান অনীম বলেন, ভিন্ন কিছু করার কথাই, আমরা সবসময় চেয়েছিলাম অনলাইনে চলচ্চিত্র নিয়ে কাজ করতে। এই পর্যন্ত প্রচার হয়েছে প্রজন্ম টকিজের ‘একই পথে’, ‘১০০ টাকা’, ‘কাঁচবৃষ্টি’ ও ‘কলম্বাস’ নামে চলচ্চিত্র। ইতোমধ্যেই অনলাইনে প্রশংসিত হয়েছে এই চারটি পর্ব। বৃহস্পতিবার মুক্তি পায় পঞ্চম পর্ব। ‘প্রজন্ম টকিজ’ চায় তরুণ প্রজন্ম নতুন করে ভাবতে শিখুক, মতামত দিক, গঠনমূলক বিতর্ক করুক তাদের চারপাশের নানা ঘটনা নিয়ে। আন্তরিকতা ও ভাল কিছু করার তাড়না যদি থাকে, তাহলে ভবিষ্যতে আলোর আশা করতে দোষের কিছু নেই। এই প্লাটফর্ম দিয়েই হয়তো সবকিছু বদলে দেয়া যাবে না, কিন্তু ভাবনার খোরাকটা অন্তত তৈরি হোক। এর মাধ্যমেই ধীরে ধীরে একসময় পরিবর্তন আসবেই। এমনটিই মনে করে প্রজন্ম টকিজ কর্তৃপক্ষ।
×