ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কল্পরূপের দ্বিতীয় আবৃত্তি প্রযোজনা ‘জননী মৃন্ময়ী’

প্রকাশিত: ০৬:৪০, ২৩ মে ২০১৭

কল্পরূপের দ্বিতীয় আবৃত্তি প্রযোজনা ‘জননী মৃন্ময়ী’

স্টাফ রিপোর্টার ॥ মা দিবস উপলক্ষে কল্পরূপের দ্বিতীয় আবৃতি প্রযোজনা ‘জননী মৃন্ময়ী’ শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে মঞ্চস্থ হয়। ‘জননী মৃন্ময়ী’ আবৃতি প্রযোজনাটি গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন নাজমুল আহসান তরুণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আজাদ, মিহির মুসাকী, শুভদাস গুপ্ত, আদিত্য অনিক ও আসাদ মান্নানের কবিতা নিয়ে প্রযোজনাটি সাজানো হয়। এতে অংশ নেন, কাজী মফিদুল ইসলাম অয়ন, মুক্তা সাহা, উম্মে হানী, মনিরুজ্জামন রাতুল, সামিউল জীবন, নিলুফার ইয়াসমীন হ্যাপী, নাজমুল হাসান তরুণ। প্রযোজনাটির মঞ্চ, আলো ও পোশাক পরিকল্পনায় ছিলেন কাজী অয়ন। আবহ সঙ্গীত পরিকল্পনায় নাজমুল হাসান তরুণ। সঙ্গীত প্রক্ষেপণ জাহিদ ইসলাম। প্রকাশনায় কাজী অয়ন ও শাওন হাসনাত। অনুষ্ঠান অধিকর্তা মনিরুজ্জামান রাতুল।
×