ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কানে বোমা আতঙ্ক!

প্রকাশিত: ০৬:৩৯, ২৩ মে ২০১৭

কানে বোমা আতঙ্ক!

সংস্কৃতি ডেস্ক ॥ ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহরে বসেছে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের তারকাদের মিলনমেলা ৭০তম কান ফিল্ম ফেস্টিভ্যাল। স্বাভাবিক কারণে এই শহরে আগত অতিথিদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে উৎসবের পঞ্চম দিন সন্দেহজনক ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায় কান ফিল্ম ফেস্টিভ্যালে। পালাইস ডেস ফেস্টিভ্যাল চলাকালে ব্যাগটি নজরে আসে। সঙ্গে সঙ্গেই পুলিশের তল্লাশি শুরু হয়। সতর্কতা জারি করা হয়। তবে তল্লাশির শেষে কিছু পাওয়া যায়নি। প্রতিযোগিতায় থাকা ‘রিডাউটেবল’ চলচ্চিত্রটির প্রেস স্ক্রিনিং ছিল প্যালাইস ডেসে। কিন্তু বোমা সতর্কতার জন্য তা বাধা পায়। নিরাপত্তা আধিকারিকদের নির্দেশে দ্রুত ভবনটি খালি করে দেয়া হয়। এরপর পুলিশ কুকুর নিয়ে গোটা ভবনে তল্লাশিতে নামেন নিরাপত্তা আধিকারিকরা। ২০ মিনিট পরে জারি হওয়া সতর্কতা তুলে নেয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলের পরিবেশ স্বাভাবিক হয়ে যায়। গোটা ইউরোপজুড়ে সন্ত্রাসবাদী হানার কারণে কান ফিল্ম ফেস্টিভ্যালে জোরদার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ৫০০টি নজরদারি ক্যামেরা সব সময় পাহারা দিচ্ছে। পাশাপাশি জরুরী অবস্থায় বাধা হিসেবে ৪০০টি বিরাট মাপের ফুলের টবও থাকে। ৭০তম কান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে চলতি মাসের ১৭ তারিখে। ফেস্টিভ্যাল চলবে ২৮ তারিখ পর্যন্ত।
×