ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩৬, ২৩ মে ২০১৭

টুকরো খবর

কারাবাসের পর মা-ছেলেকে ভারতে হস্তান্তর স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে ভারতীয় দুই নাগরিককে। সম্পর্কে তারা মা ও ছেলে। দীর্ঘ ২ বছর ৩ মাস সাজাভোগ করার পর সোমবার সকালে তাদের মুক্তি দেয় কারাগার কর্তৃপক্ষ। পরে তাদের সকাল ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে ভারতের হিলি অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে দিনাজপুরের হিলি অভিবাসন পুলিশ। মুক্তি পাওয়া দুই ভারতীয় হলেন ভারতের জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানার পাইপলাইন নিরঞ্জণনগর গ্রামের বাসিন্দা আন্নাবালা দাস ও তার ছেলে বিজয় কুমার দাস। দেশে ফেরার আগে চেকপোস্টে আত্মীয়-স্বজনদের জড়িয়ে ধরে এক আবেগঘন মুহূর্তে কান্নায় ভেঙ্গে পড়েন মা- ছেলে। পুলিশ জানান, ২০১৫ সালের ২৬ মার্চ আটককৃতরা অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে আত্মীয়ের বাড়ি বগুড়ায় বেড়াতে আসার পথে বিজিবি তাদের আটক করে মামলা দেয়। পরে আদালত এই দুইজনকে সাজা দেয়। ৩০ বসতঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বৈদ্যুতিক মিটার বিস্ফোরণের আগুনে ১২টি পরিবারের ৩০টি বসত ঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামে এই ঘটনাটি ঘটে। জানা যায়, ঘটনার সময় ওই গ্রামের সিরাজুল ইসলামের বাড়ির পল্লী বিদ্যুত সমিতির সংযোগকৃত বৈদ্যুতিক মিটার আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে শটসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। যা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে সিরাজুলসহ ওই গ্রামের ১২টি পরিবারের ৩০টি বসতঘর এবং ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়। এছাড়াও আগুনে একটি মোটরসাইকেল পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকা-ে ছয় দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে ভয়াবহ অগ্নিকা-ে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে নগদ টাকাসহ মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, রবিবার গভীর রাতে পাকুন্দিয়া সড়কের পুলেরঘাট বাজারের জিন্নাত আলীর চায়ের দোকানের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের নজরুলের ডেকোরেটর, সৈয়দ হানিফের সাইকেলের, জসিম উদ্দিনের ইলেকট্রিকের, জামানের ডেল্টাল ক্লিনিক, প্রদীপের সাইকেলের ও জিন্নাত আলীর চায়ের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বোয়ালমারীতে অপহৃত শিশু উদ্ধার সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২২ মে ॥ পৌরসভার কলারণ থেকে অপহৃত শিশু অনুপ কুমার দে কে রবিবার রাত ৯টায় স্থানীয় জনতার সহায়তায় থানা-পুলিশ উদ্ধার করেছে। উপজেলার চতুল ইউনিয়নের রাজাবেনি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ অপহরণের অভিযোগে ঘটনাস্থল থেকে কলারণ গ্রামের মঙ্গল মৃধার ছেলে আলীকে গ্রেফতার করে। অনুপ কলারণ গ্রামের অশোক কুমার দের ছেলে ও মধ্যেরগাতি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। জানা যায়, রবিবার বিকেলে প্রতিবেশী আলী কৌশলে অনুপকে তার বাড়ির সামনে থেকে একটি মোটরসাইকেলে করে নিয়ে কলারণ গ্রামের একটি পরিত্যক্ত মিল ঘরে আটকে রাখে। সন্ধ্যা পর্যন্ত তাকে না পেয়ে পরিবারের লোক অনুপ হারিয়ে যাওয়ার ব্যাপারে এলাকায় মাইকিং করে। পরে অনুপের খেলার সাথীরা জানায় আলীর মোটরসাইকেলে অনুপকে যেতে দেখেছে। পুলিশ আলীদের বাড়িতে তল্লাশি চালায়। একপর্যায় রাত সাড়ে ৮টার দিকে আলী অনুপকে মোটরসাইকেল করে পালিয়ে যাওয়ার সময় রাজাবেনি রাস্তায় ছিটকে পড়ে। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে অনুপ তাদের ঘটনাটি বললে তারা পুলিশে খবর দেয় ও আলীকে সেখানে আটকে রাখে। শিক্ষকদের ওপর হামলা ॥ প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার উপজেলার গোমনাতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করেছে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সোমবার সকাল ১০টা হতে বিকেল তিনটা পর্যন্ত ৫ ঘণ্টা বিদ্যালয় মাঠে এসব কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ শনিবার বেলা ১১টায় বিদ্যালয়ের ক্লাস চলাকালীন বহিরাগত ২০-২৫ জন মানুষ লাঠিসোটা নিয়ে আমাদের স্কুলের শিক্ষকদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন শিক্ষক আহত হয়। দশম শ্রেণীর ছাত্র তানজিরুল ইসলাম ও রাব্বি ইসলাম বলেন, আমাদের স্কুলের শিক্ষকদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের গ্রেফতার ও বিচারের দাবি তুলে আমরা আজ ক্লাস বর্জন করে কর্মসূচী পালন করছি। উচ্চ তাপামাত্রায় জনজীবন বিপর্যস্ত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ উচ্চ তাপমাত্রার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরমে আর প্রখর রোদের কারণে সকাল ১০টার পর মানুষ রাস্তায় বের হতে পারছেন না। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একান্ত প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেন না। আবার গরমের কারণে ঘরেও থাকা যাচ্ছে না। দিন দিন বেড়েই চলেছে হাসপাতালে গরমজনিত রোগীর সংখ্যা। গরমের তীব্রতায় নাভিশ্বাস উঠেছে মানুষের। ব্যারোমিটারে তাপমাত্রার পারদ প্রতিনিয়তই উর্ধমুখী হচ্ছে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সূর্য যেন অগ্নিবর্ষণ শুরু করছে। আর প্রাণ ওষ্ঠাগত হচ্ছে সাধারণ মানুষের। এদিকে ঘরে বাইরে সমান গরম অনুভূত হওয়ায় শ্রমজীবী ও সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। গরম এড়াতে পুকুরে অনেকে দিনে গোসল করছেন ৫-৬ বার। খাচ্ছেন ডাবসহ নানা প্রকার শরবত। গত ১৫ দিন ধরে যশোরে ৩৪ থেকে ৩৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এরপর থাকছে না ঠিকমতো বিদ্যুত। বিপাকে পড়েছেন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা। জ্যৈষ্ঠের শুরুতে দেশের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ; যা আর কয়েকদিন অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন প্রবাসী নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২২ মে ॥ ঘরে ঢুকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সাইজুদ্দিনকে। এ সময় তাকে বাঁচাতে এসে আহত হন আরও ছয়জন। সে যাত্রায় কোন রকমে বেঁচে গেলেও শরীরে আঘাতের তীব্র যন্ত্রণা নিয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন সাইজুদ্দিন। আশ্রয় নিয়েছেন কেরানীগঞ্জে এক আত্মীয়দের বাড়িতে। সন্ত্রাসীদের অব্যাহত হত্যার হুমকিতে নিরাপত্তায় ভুগছেন কুয়েত প্রবাসী সাইজুদ্দিন। স্ত্রী এবং সন্তানদের পাঠিয়েছেন আত্মীয়ের বাড়িতে। সোমবার সকালে এ প্রতিবেদকের কাছে সাইজুদ্দিন তার ওপর বর্বর হামলার ঘটনাটি তুলে ধরেন। তিনি জানান, কেরানীগঞ্জের পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার পাইনারচর এলাকায় তার বাড়ি। ২৩ বছর ধরে তিনি কুয়েত প্রবাসী। এক মাস হলো দেশে ফিরেছেন। তিনি জানান, জমিজমা নিয়ে স্থানীয় কয়েক ব্যক্তির সঙ্গে তাদের বিরোধ ছিল। এর জের ধরে গত শনিবার বিকেলে রুপচান, মজিবর, রবিউল্লাহ, বিল্লাল, তাইজুদ্দিন, নিয়াজউদ্দিন, শহিদুল্লাহ, রইসউদ্দিন, হাবিউল্লাহর নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে প্রচ- মারধর করার পর কুপিয়ে আহত করে। তাকে বাঁচাতে এলে প্রতিবেশী মোক্তার, ওয়াসিম, ইসলাম, সুজন, সেলিমকে মারধর করে সন্ত্রাসীরা। রূপগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ২২ মে ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কাটায় বাধা দেয়ায় প্রতিপক্ষের লোকজন আব্দুর রশিদকে রাম-দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলা সদর ইউনিয়নের মধুখালী এলাকায়। বৃদ্ধের ছেলে ইসলাম জানান, একই এলাকার আব্দুল মান্নান মিয়ার সঙ্গে তার বাবা আব্দুর রশিদ মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে তাদের সীমানায় লাগানো বেশ কয়েকটি গাছ উক্ত মন্নান মিয়া ও তার ছেলে রমজান মিয়া, নাতি অপু ও সাগর মিয়াসহ অজ্ঞাত ২/৩ জন জোরপূর্বক কেটে ফেলে। এতে তার বাবা রশিদ মিয়া বাধা দিতে গেলে প্রতিপক্ষের উক্ত লোকজন তার ওপর হামলা চালিয়ে আব্দুর রশিদকে কুপিয়ে জখম করে। পরে রশিদ মিয়া প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িঘরে হামলা চালিয়ে বাড়ির আসবাব ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি করে। আহত আব্দুর রশিদ মিয়াকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শেয়ালের কামড়ে আহত ৫ নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২২ মে ॥ কুষ্টিয়ার দৌলতপুরে শেয়ালের কামড়ে এক বৃদ্ধাসহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মমেজান খাতুন নামে বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকু-ি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায় ভয়াবহ লোডশেডিংয়ের কারণে দৌলতপুরে কোথাও বিদ্যুত না থাকায় ওই গ্রামের মজি ম-ল নিজ ঘরের বারান্দায় শুয়েছিল। এ সময় বাড়ি পার্শ্ববর্তী জঙ্গল থেকে আসা শেয়াল মজি ম-লকে কামড়ে ধরলে তার ছোট বোন রানু খাতুন ঘটনাস্থলে ছুটে এলে তাকেও কামড় দিয়ে পালানোর সময় প্রতিবেশী শুকচাঁদ ম-ল, বৃদ্ধ মমেজান খাতুন ও পথচারী জুয়েলকে কামড় দেয়। শেয়ালের কামড়ে চারজনের হাত ও পা ক্ষত হলেও মুখম-ল ক্ষতবিক্ষত হয় মমেজান খাতুনের। ‘গাঁজা চাষী’ গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়ায় নবাব আলী নামে এক ‘গাঁজা চাষীকে’ গ্রেফতার করেছে র‌্যাব। নবাবের বাড়ি থেকে সাতটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। নবাব উপজেলার দীঘলকান্দি স্কুলপাড়া গ্রামের বাসিন্দা। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তার বাড়িতে অভিযান চালায় র‌্যাব। দুই কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কোনাবাড়ি শিল্প এলাকার দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক সোমবার কারখানার সরবরাহ লাইনের পানি পান করে অসুস্থ হয়েছে বলে শ্রমিকরা দাবি করেছে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অসুস্থ শ্রমিকরা জানায়, ডেল্টা কম্পোজিট নিটিং লিমিটেড এবং কটন ক্লাব বিডি লিমিটেড নামের দুই পোশাক কারখানার সরবরাহ লাইনের পানি পান করে শনিবার ও রবিবার অন্তত ৭০ শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। শ্রমিকদের অনুরোধে কটন ক্লাব বিডি লিমিটেডে কর্তৃপক্ষ সোমবার সকাল ৭টায় দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিল শেষে শ্রমিকরা সকাল আটটায় শ্রমিকরা কাজে যোগ দেয়। এর ঘণ্টাখানেক পর থেকে পর্যায়ক্রমে শ্রমিকদের বমি ভাব, মাথা ঘোরানো ও পেট ব্যথা শুরু হলে শ্রমিকরা অসুস্থ হতে থাকে। অসুস্থদের অনেকের খিচুনীও দেখা দেয়। প্রায় একই সময় পাশর্^বর্তী ডেল্টা কম্পোজিট নিটিং লিমিটেড কারখানার বেশকিছু শ্রমিক একইভাবে অসুস্থ হয়ে পড়ে। এতে কয়েক ঘণ্টার ব্যবধানে এদিন দুই কারখানার অন্তত শতাধিক শ্রমিক পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষ ও তাদের লোকজন অসুস্থদের উদ্ধার করে স্থানীয় শরীফ জেনারেল হসপিটাল, পপুলার হাসপাতাল, কোনাবাড়ি ক্লিনিক ও হক জেনারেল হসপিটালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যায়। অস্ত্রসহ আটক ২ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ২৬ রাউন্ড গুলি ও চারটি ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। সোমবার বিকেল ৩টার দিকে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব এ তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, ভোর সাড়ে ৪টার দিকে পাঁচভুলোট গ্রামের সাজুর বাড়িতে অভিযান চালিয়ে। সাজুকে একটি ওয়ান শুটারগান ও সাত রাউন্ড গুলিসহ আটক করেন। পরে তার দেয়া তথ্যমতে ওই গ্রামের মৃত রুহুল আমিন বৈদ্যর ছেলে শাহাবুরের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির টয়লেটের নিচে বিশেষভাবে তৈরি ঘর থেকে শাহাবুরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিদেশী দুটি পিস্তল, একটি দোনলা বন্দুক, ১৯ রাউন্ড গুলি ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বাঘের আক্রমণে মৌয়াল নিহত স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের তালপট্টি এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে খোকন খাঁ (৫৫) নামের মৌয়াল নিহত হয়েছেন। নিহত খোকন খাঁ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আইজউদ্দিন খাঁর ছেলে। সোমবার ভোর সাড়ে ৫টায় সুন্দরবনের তালপট্টি এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় ইউপি সদস্য আবিয়ার রহমান জানান, তিন দিন আগে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে বৈধ পাস নিয়ে খোকন খাঁ, আব্দুর রাজ্জাক, আলমগীরসহ কয়েক মৌয়াল তালপট্টি এলাকায় মধু সংগ্রহ করতে যান। সোমবার ভোরে হঠাৎ একটি বাঘ তাদের নৌকায় আক্রমণ করে খোকন খাঁকে তুলে নিয়ে যায়। পরে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে তার সহকর্মীরা। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কুয়াকাটা সৈকতে মাছপচা গন্ধ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২২ মে ॥ কুয়াকাটা সৈকতের বেলাভূমিতে মরা পোটকা মাছের দুর্গন্ধে পর্যটক-দর্শনার্থীর ভোগান্তি হচ্ছে। বঙ্গোপসাগরে জেলেদের চিংড়ি ধরার জালে আটকে এসব মাছ মরে যাচ্ছে। জেলেরা জাল থেকে ফেলে দিচ্ছে সাগরে। জোয়ার-ভাটার টানে মরা পোটকা মাছ ভেসে আসছে কুয়াকাটা সমুদ্র সৈকতের বেলাভূমে; যা পচে-গলে গন্ধ ছড়াচ্ছে। হাজতীদের সহায়তা দেবে মানবাধিকার কমিশন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে বলেনÑ ত্রিশ বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে যারা ২০ বছরের বেশি সময় সাজা খেটেছেন তাদের মুক্তি দেয়া যেতে পারে । তিনি বলেন, যে কোন অপরাধী ২০ বছর সাজা খাটার পর তার মধ্যে অপরাধপ্রবণতা থাকার কথা নয়। তাদের মুক্তজীবনে ফিরিয়ে দেয়া উচিত। এর পরও কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা যেতে পারে। তিনি বলেন, দশ বছরের বেশি সময় ধরে বিচারাধীন হাজতীদের আইনগত সহায়তা দেবে জাতীয় মানবাধিকার কমিশন। এ পর্যায়ে সিলেটে এমন চার হাজতীকে আইনগত সহায়তা দেয়া হবে। এসব ক্ষেত্রে আদালত মামলার সাজার সঙ্গে আসামির হাজতবাসের সময়টুকু সমন্বয় করে শাস্তি দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সাজা কমিয়ে মুক্তি দেয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষের প্রতি আহবান জানান কমিশন চেয়ারম্যান।
×