ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে বিয়ের পর বউ পাচার ॥ হুমকি

প্রকাশিত: ০৬:৩৪, ২৩ মে ২০১৭

পার্বতীপুরে বিয়ের পর বউ পাচার ॥ হুমকি

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ২২ মে ॥ পৌর এলাকা ধোবীপাড়ায় সদ্য বিবাহিত রোকশানা (১২) নিখোঁজের ঘটনায় তুলকালাম শুরু হয়েছে। মেয়েটির বাবার নাম শুকুর আলী গামা। ১০ বছর আগে হঠাৎ মেয়েটির মা আছমা নিখোঁজ হলে খালা আয়েশা তাকে লালন-পালন করে। তিন বছর আগে একই মহল্লার বাবুর (১৯) সঙ্গে সম্পর্ক করে রোকসানার বিয়ে হয়। অল্প কিছুদিন সংসার করার পর স্বামীর সঙ্গে হিলি সীমান্তে বেড়াতে গিয়ে মেয়েটি নিখোঁজ হয়। এখন পর্যন্ত মেয়েটির সন্ধান মেলেনি। এ ব্যাপারে নিখোঁজ রোকসানার খালা সোহাগী বেগম ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ফুলমিয়া, রোজিনা, জব্বার, নাছিমাসহ ১৫ জনকে আসামি করে স্থানীয় জিআরপি থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সময় ধরে তারা জনপ্রতিনিধি, প্রশাসন, আইন আদালত কোথাও প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত সোমবার দুপুরে স্বামী সন্তানসহ দুই বোন আয়েশা ও সোহাগী পার্বতীপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে বর্ণনা করেন তাদের ওপর অত্যাচার-নির্যাতনের কাহিনী। তারা বলেন, প্রতিপক্ষরা সংঘবদ্ধ ও দুর্দান্ত। আমাদের পরিবারের দুজন নিখোঁজ। দীর্ঘদিন ধরে খুঁজেও তাদের সন্ধান মেলেনি। জীবিত আছে নাকি তারা মারা গেছে জানি না। দফায় দফায় চলছে অমানুষিক নির্যাতন। মারপিট করে আয়েশার স্বামীর বাম পা ভেঙ্গে দিয়েছে। এছাড়াও একের পর এক চাপানো হচ্ছে মিথ্যা মামলা। এক রাতেই গোয়াল থেকে সাতটি গরু নিয়ে গেছে। কখন দুর্ঘটনা ঘটায় এই ভয়ে আমরা পালিয়ে বেড়াচ্ছি। রাতে বাড়িতে থাকতে পারি না। সৈয়দপুরের পুলিশ সুপার তাঞ্জিলুর রহমান জানান আমরা নিখোঁজ রুকসানার সন্ধান পেতে চেষ্টা করছি। শেষ মুহূর্তে ভারড়া ইউপি নির্বাচন স্থগিত হাইকোর্টের আদেশ নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২২ মে ॥ নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। সোমবার সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসাইন ও বিচারপতি আতাউর রহমানের যৌথ বেঞ্চ এই স্থগিতাদেশ প্রদান করে। মঙ্গলবার এই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল নাগরপুর উপজেলা নির্বাচন কমিশন। জানা যায়, ভারড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধলাই ও মারমা এবং ৯নং ওয়ার্ডের আটাপাড়া মৌজা যমুনা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে মৌজা দু’টির বাসিন্দাগণ ভারড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় এবং কিছু লোক অন্য উপজেলায় বসবাস করায় ওয়ার্ড দু’টির সীমানা পুনর্নির্ধারণ করে ভোটার তালিকা পুনর্বিন্যাস করার জন্য ভারড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মিয়া হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।
×