ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবশেষে উচ্ছেদের শিকার পাঁচ প্রতিবন্ধী

প্রকাশিত: ০৬:৩৪, ২৩ মে ২০১৭

অবশেষে উচ্ছেদের শিকার পাঁচ প্রতিবন্ধী

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুরের সেই পাঁচ প্রতিবন্ধী বোনকে এবার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। রবিবার সন্ধ্যার পরে শওকত আলীর ছেলে ফারুক হোসেন, বিল্লাল হোসেনসহ অজ্ঞাত কয়েকজন গিয়ে রাতের আঁধারে তাদের উচ্ছেদ করে। বর্তমানে অসহায় প্রতিবন্ধীরা রাস্তার ওপর খোলা আকাশের নিচে অবস্থান করছে। এর আগে গাবুখালী গ্রামের প্রতিবন্ধী তারা বিবি, ফাতেমা খাতুন, খাদিজা বেগম, ছকিনা বেগম ও শাহিদা বেগমকে প্রতিপালনের শর্তে তাদের জমি দানপত্রের মাধ্যমে মালিকানা পান নিকট আত্মীয় শওকত আলী। কিন্তু তাদের অসহায়ত্বকে কাজে লাগিয়ে মোহাম্মদ আলী গাজীর ছেলে শওকত আলী জমি আত্মসাতের চক্রান্ত করেন। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত ঘুরে থানা পুলিশ হয়ে সেই জমি ফেরত পান প্রতিবন্ধী বোনরা। শনিবার মণিরামপুর থানা পুলিশ ওই বসতবাড়িতে প্রতিবন্ধীদের মালিকানা সংক্রান্ত নোটিস টানিয়ে দেয়। এ ঘটনার পরদিন রবিবার সন্ধ্যায় তাদের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। বাড়ি থেকে উচ্ছেদ প্রতিবন্ধী ছকিনা বেগম বলেন, সন্ধ্যার পরে যখন অন্ধকার হয় তখন ফারুক আর বিল্লাল কয়েকজনকে সাথে নিয়ে আমাদের বাড়িতে আসে। আমাদের ঘরে ঢুকে জিনিসপত্র ফেলে দেয়। পরে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয়। বাবারবাড়ি থেকে আমাদের তাড়িয়ে দেয়া হয়েছে। এখন কোথায় যাব। রাস্তায় পড়ে আছি। আমাদের মরা ছাড়া কোন উপায় নেই। অভিযুক্ত বিল্লাল হোসেন বলেন, এমন কোন ঘটনা ঘটেনি। বজলুর রহমান ওই প্রতিবন্ধীদের জমি আত্মসাত করতে নানা চক্রান্ত করছেন। তিনিই মূলত এমন নাটক সাজিয়েছেন। আমরা তাদের উচ্ছেদ করিনি। তাদের ঘরে তালা দেয়া রয়েছে। লোক দেখানোর জন্য তারা গরু নিয়ে রাস্তায় গিয়ে বসে আছেন।
×