ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি ॥ দিনাজপুরে কলেজ ছাত্রী গ্রেফতার

প্রকাশিত: ০৬:৩২, ২৩ মে ২০১৭

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি ॥ দিনাজপুরে কলেজ ছাত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ নবাবগঞ্জ উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বক্তব্য লিখে তা পোস্ট করার অভিযোগে মামলায় পুলিশ মাকসুদা আক্তার সুমি (২২) নামে এক কলেজ ছাত্রীকে গ্রেফতার করেছে। রবিবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মাকসুদা আক্তার সুমি উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের বামনগড় গ্রামের মোকছেদ আলীর মেয়ে। সে নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী। পুলিশ জানায়, ১৮ মে রাত ৮টা ২৪ মিনিটে সুমাইয়া ইসলাম সুমি নামে ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবির ওপর আপত্তিকর ও মানহানিকর কিছু কথা লিখে পোস্ট করা হয়। পোস্টটি নবাবগঞ্জ থানা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক এবং গোলাপগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আঃ জলিলের ছেলে তবিবুর রহমানের নজরে পড়ে। তবিবুর পোস্ট প্রিন্ট করে নিয়ে বাদী হয়ে রবিবার রাতে নবাবগঞ্জ থানায় তথ্য ও প্রযুক্তি আইনে একটি মামলা করেন। বিদ্যুত লাইনের ওপর গাছ অপসারণনিয়ে সংঘর্ষ ॥ আহত ১০ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ মে ॥ বাউফলে বিদ্যুত লাইনের ওপর থেকে গাছ অপসারণের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনের মধ্যে ১ জনকে ঢাকা ও ২ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার সন্ধ্যায় কালাইয়া ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, কয়েকদিন আগে ওই গ্রামে পল্লী বিদ্যুতের নতুন লাইন স্থাপন করা হয়। সোমবার ওই লাইনে বিদ্যুত সঞ্চালনের কথা থাকায়, ঘটনার দিন বিকেলে পল্লী বিদ্যুতের কয়েক কর্মী লাইনের ওপর থেকে গাছ অপসারণের জন্য গেলে মোশারেফ হোসেন বাধা প্রদান করেন। এ সময় কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হারেজ মিয়া গাছ কাটার পক্ষে অবস্থান নিলে উভয় মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মোশারেফ হোসেন, রুহুল আমিন, আংকেজ বিবি, শহিদুল ইসলাম, হারুন মিয়া, শামিম আহমেদসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। গোপালগঞ্জ নিজস্ব সংবাদদাতা গোপালগঞ্জ থেকে জানান, মসজিদের সীমানা বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে গোপালগঞ্জ শহরসংলগ্ন বোড়াশী এলাকায় দারুস সালাম জামে মসজিদের সামনে এ সংঘর্ষে ঘটনা ঘটে। জানা যায়, এদিন সকালে পুলিশ ও ভূমি প্রশাসনের উপস্থিতিতে জমির পরিমাপ করে বিষয়টি সমাধানের কথা ছিল। কিন্তু সে মাপজোক শুরু হওয়ার আগেই দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি এবং শেষ পর্যন্ত লাঠিসোটা নিয়ে মারামারি ও সংঘর্ষ শুরু হয় এবং মসজিদের বেড়া ভংচুর করা হয়। সংঘর্ষে দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে তরিক জামিল (২৬), আইয়ুব মোল্লা (৬০), রাসেল মোল্লা (২৫), এহসান ও সাব্বির গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
×