ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জোকোভিচকে হারিয়ে ভেরেভের শিরোপা

প্রকাশিত: ০৬:৩১, ২৩ মে ২০১৭

জোকোভিচকে হারিয়ে ভেরেভের শিরোপা

স্পোর্টস রিপোর্টার ॥ রোম মাস্টার্সে শিরোপা জয়ের স্বাদ নিতে পারলেন না বিশ্বের দুই নম্বর নোভাক জোকোভিচ। ফাইনালে এ সার্বিয়ান তারকাকে হতাশ করেছেন জার্মানির উঠতি তরুণ তারকা আলেক্সান্ডার ভেরেভ। চারবারের রোম চ্যাম্পিয়ন জোকোভিচকে তিনি সরাসরি ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথম মাস্টার্স জিতেছেন। আর এতে করে প্রমাণ হয়ে গেল আসন্ন ফ্রেঞ্চ ওপেনে ভেরেভ যে কোন প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী হিসেবেই নামবেন। অবশেষে নতুন চ্যাম্পিয়ন পেল এবার রোম। সবাইকে চমক দেখিয়ে ফাইনালে উঠেছিলেন ২০ বছর বয়সী জার্মান তরুণ ভেরেভ। তিনি এবার আরেকটি বিস্ময় উপহার দিলেন টেনিস বিশ্বকে। নিজেকে সেরা ফর্মে ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা জোকোভিচ তার সঙ্গে পেরে উঠলেন না। সরাসরি দুই সেটেই পরাস্ত হলেন ভেরেভের কাছে। এই প্রথম ক্যারিয়ারে কোন মাস্টার্স জিতলেন এ জার্মান তারকা। এই শিরোপা তাকে অবস্থানের দিক থেকেও মর্যাদার আসনে নিয়ে গেছে। এটিপি র‌্যাঙ্কিংয়ে তিনি উঠে এসেছেন সেরা দশে।
×