ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বীরের মতোই বিদায় নিলেন চেলসির অধিনায়ক

বিদায়বেলায় আবেগাপ্লুত টেরি

প্রকাশিত: ০৬:৩০, ২৩ মে ২০১৭

বিদায়বেলায় আবেগাপ্লুত টেরি

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ দুই দশকেরও বেশি সময় চেলসির রক্ষণ সামলেছেন জন টেরি। অবশেষে রবিবার ব্লুজদের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগের শেষ দিনে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির প্রতিপক্ষ ছিল সান্ডারল্যান্ড। সেই ম্যাচেরই ২৬ মিনিটে টেরিকে তুলে নেন ক্লাবটির অভিজ্ঞ কোচ এ্যান্তোনিও কন্টে। টেরির জার্সি নম্বর ২৬। তাই ম্যাচের ছাব্বিশ মিনিটেই তাকে সম্মান প্রদর্শনের জন্য এই পদ্ধতি নিয়েছিল চেলসি। চোখের জল মুছতে মুছতে যখন রিজার্ভ বেঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন তখনই চমক। চেলসিকে চ্যাম্পিয়ন্স লীগ জেতানো অধিনায়ককে ‘গার্ড অব অনার’ দিতে তখন মাঠেই সারি বেঁধে দাড়ান তার ক্লাব সতীর্থরা। আবেগঘন সেই স্ট্যামফোর্ডে ব্রিজ তখন চোখের জলে ভাসছে। টেরির বদলি হিসেবে মাঠে নামার জন্য সাইড লাইনে দাঁড়ানো গ্যারি ক্যাহিলের মুখও থমথমে। তাকেই অধিনায়কের বাহু-বন্ধনী পরিয়ে দিয়ে সমর্থকদের দিকে হাত নেড়ে বিদায় জানান টেরি। এ সময় কোচ এ্যান্তোনিও কন্টেকে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। যা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রতিপক্ষ সান্ডারল্যান্ডের ফুটবলাররাও। দশর্কদের সঙ্গে তাদেরও দেখা যায় টেরির উদ্দেশে করতালি দিয়ে সম্মান জানাতে। চেলসি সমর্থকরা তখন তুলে ধরেছেন একের পর এক ব্যানার। সেই ব্যানারের কোনটাতে লেখা, ‘থ্যাঙ্ক ইউ ফর এভরিথিং।’ কোনটাতে জ্বলজ্বল করছে, ‘জন টেরি : ক্যাপ্টেন, লিডার, লিজেন্ড’। ১৯৯৫ সাল থেকে বাইশ বছরের খেলোয়াড়ি জীবনে চেলসিকে পাঁচ বার ইপিএল ও এফএ কাপে চ্যাম্পিয়ন করেছেন টেরি। অধিনায়ক হিসেবে দিয়েছেন চ্যাম্পিয়ন্স লীগ। চেলসির হয়ে সর্বমোট ষোলোটি ট্রফি জিতেছেন রক্ষণের এই দুর্ভেদ্য প্রহরী। এ দিনের ম্যাচের আগেই সমর্থকদের উদ্দেশে একটি ভিডিও পোস্ট করেছিলেন টেরি। যেখানে বলা ছিল, ‘গত বাইশ বছর ধরে আপনারা যে অকুণ্ঠ সমর্থন করে গিয়েছেন আমাকে তা কোনদিন ভোলার নয়। জীবনের সেরা প্রাপ্তি আপনাদের ভালবাসা। যখন পারফরম্যান্স ভাল হয়নি বা হতাশ হয়ে পড়েছি, তখন আপনাদের সমর্থনই ভাল খেলতে অনুপ্রাণিত করেছে।’
×