ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জামিন পেলেন ডাঃ আবদুল্লাহসহ ৮ চিকিৎসক

প্রকাশিত: ০৫:৫৮, ২৩ মে ২০১৭

জামিন পেলেন ডাঃ আবদুল্লাহসহ ৮ চিকিৎসক

কোর্ট রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় প্রফেসর ডাঃ আবদুল্লাহসহ সেন্ট্রাল হাসপাতালের ৮ চিকিৎসককে জামিন দিয়েছে আদালত। সোমবার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম তাদের জামিনের আদেশ দেন। জামিনপ্রাপ্ত চিকিৎসকরা হলেনÑ ডাঃ আবদুল্লাহ, ডাঃ কাশেম ইউসুফ, ডাঃ মর্তুজা, ডাঃ এ এস এম মাতলুবুর রহমান, ডাঃ মাসুমা পারভীন, ডাঃ জাহানারা বেগম মোনা, ডাঃ মাকসুদ পারভীন ও ডাঃ তপন কুমার বৈরাগী। তাদের বিরুদ্ধে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে মামলা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আসামিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী হারুন অর রশীদ। আদালতে জামিনের বিরুদ্ধে কোন আবেদন হয়নি। তবে আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার বিকেলে গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফিয়া জাইন চৈতীর মৃত্যু হয়। এ খবর পেয়ে আফিয়ার ক্ষুব্ধ সহপাঠীরা এসে হাসপাতালে ভাংচুর চালায়। মামলায় অভিযোগ আনা হয়, গত বুধবার ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেও আফিয়াকে ক্যান্সারের চিকিৎসা দেয়া হয়। অবহেলা ও ‘ভুল চিকিৎসার’ অভিযোগ এনে হাসপাতালের পরিচালক এমএ কাশেমসহ ৯ চিকিৎসককে আসামি করে কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাটি হয়। ধানম-ি থানা ওই দিনেই হাসপাতালের পরিচালক কাশেমকে গ্রেফতার করে। পরে গত শুক্রবারে আবুল কাশেম জামিনে মুক্তি পান।
×