ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাউফলে দশম শ্রেণীর সেই ছাত্রীর বিয়ে বন্ধ

প্রকাশিত: ০৫:৫৭, ২৩ মে ২০১৭

বাউফলে দশম শ্রেণীর সেই ছাত্রীর বিয়ে বন্ধ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ মে ॥ বাউফলে ১০ম শ্রেণীতে পড়ুয়া সেই কিশোরীর বিয়ে হয়নি। সোমবার দৈনিক জনকণ্ঠে ওইদিন শেষের পাতায় ‘বাউফলে ১০ম শ্রেণীর এক ছাত্রীর বিয়ে আজ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর থানা পুলিশের তৎপরতায় বিয়ে বন্ধ হয়ে যায়। বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, সোমবার দৈনিক জনকণ্ঠে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর সকালে ঢাকা আইন ও সালিশ কেন্দ্র থেকে এ্যাডভোকেট সেলিনা বেগম আমাকে ফোন করে বিয়ে বন্ধে উদ্যোগ নিতে অনুরোধ করেন। তার অনুরোধের পরিপ্রেক্ষিতে বগাফাঁড়ি থেকে ওই ছাত্রীর হোগলা গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হয়। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জনকণ্ঠে সংবাদ প্রকাশের বিষয়টি অবহিত হওয়ার পর ওই ছাত্রীকে নিয়ে তার বাবা-মা বাড়ি ছেড়ে অনত্র্য গা-ঢাকা দিয়েছেন। বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণী পড়ুয়া ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে ৩০ বছর বয়সী এক ব্যবসায়ী পাত্রের সোমবার বিয়ে হওয়ার কথা ছিল।
×