ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫৭ ইউনিয়ন পরিষদে আজ ভোট

প্রকাশিত: ০৫:৫৭, ২৩ মে ২০১৭

৫৭ ইউনিয়ন পরিষদে আজ ভোট

স্টাফ রিপোর্টার ॥ দেশের ৫৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করা হচ্ছে আজ। নির্বাচন কমিশন জানিয়েছে ইতোমধ্যে এসব ইউপিতে সুষ্ঠু নির্বাচনের জন্য কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটার সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে। সকাল ৮টা থেকে এসব ইউপিতে ভোটগ্রহণ করা হবে। তা বিরতি ছাড়াই শেষ হবে বেলা চারটায়। নির্বাচন কমিশন জানিয়েছে এসব ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, স্থগিত ইউনিয়ন পরিষদের নির্বাচন এবং শূন্য পদে উপনির্বাচন। তারা জানায়, আজ যেসব ইউপিতে নির্বাচন হবে তার মধ্যে মেয়াদ উত্তীর্ণ ও নির্বাচন উপযোগী ৯ জেলায় ১৭ ইউপিতে সাধারণ নির্বাচন ও ৭ জেলার নয়টি স্থগিত ইউনিয়ন পরিষদের নির্বাচন এবং ৩৪ ইউপিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আইন অনুযায়ী এসব ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন হবে দলীয় ভিত্তিতে। মেয়াদ উত্তীর্ণ ও নির্বাচন উপযোগী ৯ জেলায় ১৭ ইউপির মধ্যে রয়েছে গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউপি, বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর, নরসিংদীর মনোহরদীর চারমান্দালীয়, ক্ষিদিরপুর ও কৃষষ্ণপুর ইউপি, কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ও ধুবইল, কুমিল্লার বরুড়ার শাকপুর ও ভাওকসার, নড়াইলের কালিয়ার পচাগ্রাম ও পেড়লী, বরিশালের হিজলার ধুলখোলা, উজিরপুরের শিকারপুর, বরগুনার তালতলীর সোনাকাটা ও লক্ষ্মীপুরের রামগতি থানার বড়খেরী, চর আব্দুল্লাপুর চর আগলী ইউনিয়ন পরিষদ। যেসব স্থগিত ইউপিতে আজ ভোটগ্রহণ করা হচ্ছে তার মধ্যে রয়েছে সিরাজগঞ্জের উল্লারপাড়ার বড়হর ইউপি ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা ইউপি এবং কুমিল্লা সদর দক্ষিণের পেরুল ইউপি। এছাড়াও বাকি স্থগিত ইউপিতে শুধুমাত্র চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ জেলার ৩৪টি ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে নির্বাচিত প্রতিনিধিদের মৃত্যুজনিত বা অন্য কোন কারণে শূন্য হওয়া পদে উপনির্বাচনেও ভোটগ্রহণ করা হচ্ছে। এর মধ্যে দুইটিতে চেয়ারম্যান পদ ছাড়াই বাকিগুলোতে সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ৫৭ ইউপিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যেই মূলত লড়াই হবে। দুই দলের প্রতীক নৌকা-ধানের শীষ নিয়ে প্রার্থীরা ভোট যুদ্ধে রয়েছেন। ভোটের দুই দিন আগে থেকে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চার দিনের জন্য নির্বাচনী এলাকায় থাকবেন তারা। আজকে অনুষ্ঠিত ইউপি নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে ভোটের সব আয়োজন সম্পন্ন করেছে। ইতোমধ্যে তৃণমূলের এই ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনাররা মাঠ পর্যায়ে সফর করেছেন। মাঠের নির্বাচনী কর্মকর্তা ও প্রশাসনের লোকজনদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে সুষ্ঠু ভোট আয়োজনের।
×