ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়া দুর্নীতি মামলা, খালেদার আপীলের আদেশ ২৮ মে

প্রকাশিত: ০৪:২৯, ২৩ মে ২০১৭

বড়পুকুরিয়া দুর্নীতি মামলা, খালেদার আপীলের আদেশ ২৮ মে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে খালেদার করা আপীলের বিষয়ে আদেশের জন্য আগামী ২৮ মে দিন ধার্য করেছেন আপীল বিভাগ। উভয়পক্ষের শুনানি শেষে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপীল বিভাগের বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেছেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজাও শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন। এর আগে ২০১৬ সালের ২৬ জুন খালেদা জিয়ার পক্ষে আপিল আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। আজ ওই আবেদনের শুনানি শেষে আদেশের জন্য এদিন ঠিক করেন আদালত। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী এ্যাডভোকেট খুরশীদ আলম খান জানান, দুদকের করা মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদন খরিজ করেছিলেন হাইকোর্ট। ঢাকা-টাঙ্গাইল ট্রেন সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্বপার সরাসরি ট্রেন সার্ভিস চালুর দাবিতে শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের আয়োজন করে টাঙ্গাইল জেলা যুব সমিতি। মানববন্ধনে দাবি জানানো হয়, প্রতিদিন টাঙ্গাইল থেকে অফিস, চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য কাজে রাজধানী ঢাকায় যাতায়াত করে অসংখ্য মানুষ। তাই অফিস সময়ে টাঙ্গাইল-ঢাকা ট্রেন সার্ভিস চালু খুবই জরুরী। এতে হ্রাস পাবে সড়ক দুর্ঘটনা। -বিজ্ঞপ্তি
×