ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-শ্রীলঙ্কা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে ॥ চন্দ্রিকা কুমারাতুঙ্গা

প্রকাশিত: ০৪:২৮, ২৩ মে ২০১৭

বাংলাদেশ-শ্রীলঙ্কা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক  ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে ॥  চন্দ্রিকা কুমারাতুঙ্গা

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা। জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সোমবার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয় জানায়, সাক্ষাতকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারী শিক্ষা, সংস্কৃতি, সংসদীয় প্রক্রিয়া, জেন্ডার সমতা, দুদেশের আর্থসামাজিক অবস্থা নিয়েও তারা আলোচনা করেন। সাক্ষাতকালে স্পীকার বলেন, বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। এ দেশের জনগণের সিংহভাগ ইসলাম ধর্মাবলম্বী হলেও সব ধর্মের মানুষের মধ্যে রয়েছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। সব ভেদাভেদ ভুলে সবাই মিলে মিশে শান্তিপূর্ণভাবে এ দেশে বসবাস করে আসছে। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট তার প্রেসিডেন্টের দায়িত্বে থাকার সময়ের স্মৃতিচারণ করেন এবং সে সময়ে গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচী বিষয়ে আলোচনা করেন। সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে সরকারের পাশাপাশি বিরোধী দলের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সংসদে বিরোধী দল গঠনমূলক ও দায়িত্বপূর্ণ ভূমিকা রাখলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব। স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সংসদ পরিচালিত হলে জনগণের আশা আকাক্সক্ষার বাস্তব প্রতিফলন ঘটে। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, কাজী নাবিল আহমেদ এমপি, হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার, মাহবুব আরা গিনি, মাহবুব আলী এমপি, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদারসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×